শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

”এদেশে জন্ম হলে আমরা কোহলির সন্তানকে ‘অস্ট্রেলিয়ান’ বলে দাবি করতে পারতাম”

ডেস্ক রিপোর্ট  : মেলবোর্ন: চলতি বছরের শেষে শুরু হতে চলা অস্ট্রেলিয়া মাটিতে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দিল। কিন্তু অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট (দিন-রাত) খেলেই দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পরিবর্ত হিসেবে বাকি তিনটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কোহলির ডেপুটি আজিঙ্কা রাহানে। এতে বর্ডার-গাভাসকর ট্রফির জৌলুষ অনেকটাই ফিকে হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

কিন্তু উপায় নেই। জানুয়ারিতে পৃথিবীর আলো দেখবে কোহলি-অনুষ্কার প্রথম সন্তান। তাই স্ত্রী’র পাশে থাকতে একটিমাত্র টেস্ট খেলেই দেশে ফিরবেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ী (২০১৮-১৯) এশিয়ার একমাত্র অধিনায়ক কোহলি। এমন সময় অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বজয়ী অধিনায়ক অর্থাৎ, যাঁর নামে সিরিজের নামকরণ সেই অ্যালান বর্ডার কোহলির উদ্দেশ্যে একটি বার্তা রাখলেন। বলা ভালো ভারত অধিনায়কের কাছে তাঁর অভিপ্রায় জানালেন কিংবদন্তি। বর্ডার জানালেন, কোহলি চাইলে তাঁর সন্তান অস্ট্রেলিয়ার মাটিতেই জন্ম নিতে পারত।

তবে অজি কিংবদন্তির এই অভিপ্রায়ের পিছনে একটা মজার উদ্দেশ্য রয়েছে। বর্ডার সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা ভেবেছিলাম কোহলি হয়তো চাইবে তাঁর সন্তান এদেশেই (অস্ট্রেলিয়া) জন্ম নিক। তাহলে আমরা অন্তত জুনিয়র কোহলিকে জন্মসূত্রে অস্ট্রেলিয়ান বলে দাবি করতে পারতাম।’ একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক জানিয়েছেন, কোহলি না থাকায় মাঠে তাঁর আগ্রাসন এবং প্যাশন দারুণভাবে মিস করবেন তিনি।

ভারত অধিনায়কের একজন অতি বড় সমর্থক অ্যালান বর্ডার জানিয়েছেন, ‘ও যেভাবে ক্রিকেটটা খেলে সেটা আমার খুব পছন্দের। ওর মধ্যে সবসময় জয়ের একটা অদম্য ইচ্ছে। আমি ওর আগ্রাসন এবং ক্রিকেটের প্রতি প্যাশনের অন্ধ ভক্ত। দল হিসেবে ভারত ওকে মিস করবে। ও একজন স্পেশাল ক্রিকেটার। ভারতীয় দল যে মেজাজে মডার্ন ক্রিকেট খেলে সেটাকে নেতৃত্ব দেয় কোহলি। আমি ওর অতি বড় এক সমর্থক।’

উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বেই ২০১৮-১৯ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারতীয় দল। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে ক্যাঙ্গারুর দেশ থেকে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিলেন বিরাট কোহলি।

সূত্র- কলকাতা24

  • সর্বশেষ
  • জনপ্রিয়