শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

”এদেশে জন্ম হলে আমরা কোহলির সন্তানকে ‘অস্ট্রেলিয়ান’ বলে দাবি করতে পারতাম”

ডেস্ক রিপোর্ট  : মেলবোর্ন: চলতি বছরের শেষে শুরু হতে চলা অস্ট্রেলিয়া মাটিতে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দিল। কিন্তু অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট (দিন-রাত) খেলেই দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পরিবর্ত হিসেবে বাকি তিনটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কোহলির ডেপুটি আজিঙ্কা রাহানে। এতে বর্ডার-গাভাসকর ট্রফির জৌলুষ অনেকটাই ফিকে হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

কিন্তু উপায় নেই। জানুয়ারিতে পৃথিবীর আলো দেখবে কোহলি-অনুষ্কার প্রথম সন্তান। তাই স্ত্রী’র পাশে থাকতে একটিমাত্র টেস্ট খেলেই দেশে ফিরবেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ী (২০১৮-১৯) এশিয়ার একমাত্র অধিনায়ক কোহলি। এমন সময় অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বজয়ী অধিনায়ক অর্থাৎ, যাঁর নামে সিরিজের নামকরণ সেই অ্যালান বর্ডার কোহলির উদ্দেশ্যে একটি বার্তা রাখলেন। বলা ভালো ভারত অধিনায়কের কাছে তাঁর অভিপ্রায় জানালেন কিংবদন্তি। বর্ডার জানালেন, কোহলি চাইলে তাঁর সন্তান অস্ট্রেলিয়ার মাটিতেই জন্ম নিতে পারত।

তবে অজি কিংবদন্তির এই অভিপ্রায়ের পিছনে একটা মজার উদ্দেশ্য রয়েছে। বর্ডার সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা ভেবেছিলাম কোহলি হয়তো চাইবে তাঁর সন্তান এদেশেই (অস্ট্রেলিয়া) জন্ম নিক। তাহলে আমরা অন্তত জুনিয়র কোহলিকে জন্মসূত্রে অস্ট্রেলিয়ান বলে দাবি করতে পারতাম।’ একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক জানিয়েছেন, কোহলি না থাকায় মাঠে তাঁর আগ্রাসন এবং প্যাশন দারুণভাবে মিস করবেন তিনি।

ভারত অধিনায়কের একজন অতি বড় সমর্থক অ্যালান বর্ডার জানিয়েছেন, ‘ও যেভাবে ক্রিকেটটা খেলে সেটা আমার খুব পছন্দের। ওর মধ্যে সবসময় জয়ের একটা অদম্য ইচ্ছে। আমি ওর আগ্রাসন এবং ক্রিকেটের প্রতি প্যাশনের অন্ধ ভক্ত। দল হিসেবে ভারত ওকে মিস করবে। ও একজন স্পেশাল ক্রিকেটার। ভারতীয় দল যে মেজাজে মডার্ন ক্রিকেট খেলে সেটাকে নেতৃত্ব দেয় কোহলি। আমি ওর অতি বড় এক সমর্থক।’

উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বেই ২০১৮-১৯ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারতীয় দল। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে ক্যাঙ্গারুর দেশ থেকে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিলেন বিরাট কোহলি।

সূত্র- কলকাতা24

  • সর্বশেষ
  • জনপ্রিয়