সিরাজুল ইসলাম: [২] দেশটির দুই কিলোমিটার ভেতরে গোপনে এ গ্রাম তৈরি করা হয়েছে। চীনের সরকারি মিডিয়ায় কর্মরত প্রবীণ সাংবাদিক শেন শিওয়েই ওই গ্রামের ছবি টুইট করে। এরপর অনুসন্ধানে নামে ডয়েচে ভেলে।
[৩] ডোকলাম সীমান্তের মালিকানা নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ আছে। এ সীমান্তের কাছেই গ্রামটি তৈরি করেছে চীন। ডয়েচে ভেলে
[৪] ওই সাংবাদিক সিজিটিএন নিউজের সিনিয়র প্রোডিউসার। ছবি টুইট করে তিনি লেখেন, ডোকলাম এলাকায় তৈরি হয়েছে ওই গ্রাম। পরে তিনি গ্রাম কোথায় হয়েছে, সেটিও দেখিয়ে দেন। পরে অবশ্য টুইটটি মুছে দেয়া হয়।
[৫] ভুটানের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা খুবই সীমিত হওয়ায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার অনেকটাই দেখভাল করে ভারত। তাই চীনের এই পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন দেশটি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন যদি সত্যিই ভুটানের জমিতে গ্রাম তৈরি করে, তাহলে সেটি খুবই উদ্বেগের বিষয়।
[৬] বর্তমান সময়ে বিরোধপূর্ণ লাদাখের আগে ডোকলামই ছিলো ভারত ও চীনের মধ্যে সব চেয়ে বড় বিরোধের ইস্যু।