শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে বিয়ে বাড়িসহ ৮ স্থানে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:[২] ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাঁধা দিলে দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে রফিকুল ইসলাম নামে প্রবাসীসহ তার দুই ভাতিজা মোস্তাকিন ও তানভীরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

[৩] স্থানীয় ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার টিউবওয়েল মিস্ত্রী ফাইজুল্লাহ তার ভাই মোজ্জামেল, প্রতিবেশী মাসকুর, আব্দুল হাই, হারুন, সদর স্টিল ব্রীজ সংলগ্ন টিপুর ও আড়াইহাজার পৌরসভাধীন নাগড়াপাড়া এলাকার প্রবাসী রফিকুল ইসলাম ও বাগানগর এলাকায় নজরুলের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

[৪] ডাকাতের হামলায় আহত রফিকুলকে রাতেই উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

[৫] ক্ষতিগ্রস্ত মোজ্জামেল জানান, রাত ২টার দিকে তার টিনের ঘরের দরজা ভেঙে দুস্কৃতিকারীরা ঘরে প্রবেশ করে। পরে আলমারীতে থাকা তার মেয়ে বিয়ের স্বর্ণালঙ্কার ও ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

[৬] ফাইজুল্লাহ জানান, রাত ২টার দিকে ২০ থেকে ২৫ জনের মুখোশ পরিহিত একদল দুস্কৃতিকারী তার টিনের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রেবশ করে। পরে আলমারীতে থাকা ৪০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আব্দুল হাই জানান, একই ডাকাতদল তার ঘরের দরজা ভেঙে ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। হারুন জানান, তার ঘরের দরজা ভেঙে ১০ হাজার টাকা ও দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

[৭] একই এলাকার মাসকুর জানান, তার টিনের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দুস্কৃতিকারীরা আলমারীতে থাকা ৬৩ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। অপরদিকে নাগড়াপাড়া এলাকার প্রবাসী রফিকুল ইসলাম বলেন, তার বাড়িতে ২০ থেকে ২৫ জনের একদল দুস্কৃতিকারী হানা দেয়। এক পর্যায়ে তারা দরজা ভাঙ্গার চেষ্টা করে। পরে তাদের বাঁধা দিয়ে তার ভাতিজা মোস্তাকিনের গারে ডাকাতরা কোপাতে থাকে। এ সময় আমি এগিয়ে ডাকাতরা আমার হাতে দা দিয়ে আঘাত ও পায়ে ভল্লম দিয়ে গা দেয়।

[৮] আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে দুস্কৃতিকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়