নূর মোহাম্মদ: [২] এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রায় দেন। রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
[৩] রিট আবেদনকারীদের আইনজীবী সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ’র প্রথম থেকে দ্বাদশ ব্যাচের সনদধারীদের অনেককেই এখনো শিক্ষক (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।
[৪] তিনি বলেন, নিয়োগ বঞ্চিত পঞ্চগড় সদরের সেলিম উদ্দিন প্রধানসহ ১৭ জন নিবন্ধনধারী গত বছর রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে সে সময় রুল জারি করেন আদালত।