স্পোর্টস ডেস্ক : পরপর তিন হারের পর ইংলিশ লিগে জয়ের দেখা পেলো লিভারপুল। তারা ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে দেয়। এদিকে দীর্ঘ অপেক্ষার অবসান হলো, লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে গোলের খাতা খুললেন আলেকসান্দার ইসাক। ৬০ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুন করেন হাকপো।
১৩ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। লুকাস পাকেতা লাল কার্ড দেখায় শেষের কিছু সময় ১০ জন নিয়ে খেলা ওয়েস্ট হ্যাম ১১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৭ নম্বরে।
একের পর এক ম্যাচে সাদামাটা পারফরম্যান্সের কারণে মোহামেদ সালাহর ওপর আস্থা হারিয়েছেন লিভারপুল কোচ। সে কারণে শুরুর একাদশে জায়গা হারালেন মিশরের এই তারকা স্ট্রাইকার।
ওয়েস্ট হ্যামের মাঠে শুরুতে এলোমেলো ফুটবল খেলতে থাকে লিভারপুল। সময় নিয়ে গুছিয়ে উঠে আক্রমণে চাপ বাড়ায় শিরোপাধারীরা। ২১তম মিনিটে দারুণ একটি সুযোগও পান আলেকসান্দার ইসাক, কিন্তু কাছ থেকেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি।
৩৯তম মিনিটে আবার সুবর্ণ সুযোগ আসে প্রতিযোগিতাটির রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নদের সামনে। এবার ডি-বক্সে বল পেয়ে দুর্বল শট নেন ফ্লোহিয়ান ভিয়েৎস, তবে সেই শট ঠেকিয়ে দেন গোলরক্ষক আলফুঁস আরিওলা।
অবশেষে ৬০তম মিনিটে ডেডলক ভাঙেন ইসাক। কোডি হাকপোর কাটব্যাক পেয়ে প্রথম ছোঁয়ায় শট নেন ইসাক। পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়। সাড়ে ১২ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে গত সেপ্টেম্বরে লিভারপুলে যোগ দিয়ে তাদের জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম গোল করলেন ইসাক।
৮১তম মিনিটে মাঝমাঠে লিভারপুলের সোবোসলাইকে ফাউল করেন নিকলাস ফুয়েলখুগ। ওই ফাউলের সিদ্ধান্ত নিয়ে অহেতুক রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন লুকাস পাকেতা। তাতে যেন আরও মেজাজ হারিয়ে ফেলেন তিনি, আবার তর্ক করে দেখেন লাল কার্ড।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন হাকপো। জো গোমেজের উঁচু করে বাড়ানো পাস বুক দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন, তারপর জোরাল শটে বল জালে জড়ান নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড।