শিরোনাম
◈ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া ◈ নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামোর বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা: সায়েন্সল্যাব মোড় অবরোধ ◈ মসজিদে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলতে হিন্দুত্ববাদীদের চাপ ◈ পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ৫ বছর, রেহানা ৭ বছর ও টিউলিপ সিদ্দিক ২ বছরের কারাদণ্ড ◈ ১০ জনের চেলসির সঙ্গে জিত‌তে পার‌লো না আ‌র্সেনাল ◈ শেখ হাসিনার ‘একযোগে প্রকাশিত’ ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড়: সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক ◈ তিন মাচ হা‌রের পর ইং‌লিশ লি‌গে জ‌য়ে ফির‌লো লিভারপুল  ◈ চীনের কাছে ৪ গো‌লে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের  ◈ কা‌রো চা‌পের মু‌খে রা‌শিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ করবে না নয়াদিল্লি ◈ নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০২:১০ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে দামি নাঈম শেখ, বিপিএলে নিলাম শেষে সেরা দশে যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম শেষ হয়েছে অর্থের ঝনঝনানির মধ্য দিয়ে। সবাইকে ছাড়িয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

নিলামের টেবিলে দেশি ক্রিকেটারদের কদর ছিল চোখে পড়ার মতো। নাঈমের পরেই দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে রংপুর রাইডার্স। একই দল লিটন দাসকে পেয়েছে ৭৫ লাখ টাকায়। জাতীয় দলের আরেক তারকা এই ক্রিকেটার আছেন দামি ক্রিকেটারের তালিকার তৃতীয় স্থানে।

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার তানজিম হাসান সাকিব দুজনেই ৬৮ লাখ টাকা করে পেয়েছেন। সাইফউদ্দিনকে ঢাকা ক্যাপিটালস এবং তানজিমকে রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে। তালিকায় বড় চমক তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান। ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকায় কিনে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এছাড়া পেসার নাহিদ রানা ও ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী ৫৬ লাখ টাকা করে পেয়েছেন।

একনজরে বিপিএল নিলামের সেরা ১০ দামি ক্রিকেটার:

১. মোহাম্মদ নাঈম শেখ - ১ কোটি ১০ লাখ টাকা (চট্টগ্রাম রয়্যালস) 
২. তাওহীদ হৃদয় - ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স) 
৩. লিটন দাস - ৭৫ লাখ টাকা (রংপুর রাইডার্স) 
৪. মোহাম্মদ সাইফউদ্দিন - ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস) 
৫. তানজিম হাসান সাকিব - ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স) 
৬. নাহিদ রানা - ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স) 
৭. শামীম হোসেন পাটোয়ারী - ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস) 
৮. মোহাম্মদ মিঠুন - ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস) 
৯. হাবিবুর রহমান সোহান - ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস) 
১০. সৈয়দ খালেদ আহমেদ - ৪৭ লাখ টাকা (সিলেট টাইটান্স)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়