আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বহুল প্রতীক্ষিত Queen Elizabeth Commonwealth Scholarships (QECS) 2026–27 এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের ঘোষণায় জানানো হয়েছে, আগ্রহীরা আগামী জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
? আবেদনের লিংক: https://tinyurl.com/ysw8cw88
? শেষ তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬
? ক্রেডিট: Association of Commonwealth Scholarships
কি থাকছে বৃত্তিতে?
কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক পূর্ণাঙ্গ মাস্টার্স বৃত্তি, যেখানে রয়েছে—
✔ সম্পূর্ণ ফ্রি মাস্টার্স অধ্যয়নের সুযোগ
✔ পুরো কোর্সের টিউশন ফি বহন
✔ মাসিক ভাতা (লিভিং অ্যালাউন্স)
✔ রিটার্ন ইকোনমি এয়ারফেয়ার
✔ গবেষণার জন্য বিশেষ আর্থিক সহযোগিতা
✔ কমনওয়েলথ দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ
✔ বিশ্বব্যাপী বৃহৎ অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা
এই বৃত্তির অন্যতম আকর্ষণ হলো—শিক্ষার্থীরা নিজেদের পছন্দের কমনওয়েলথ দেশে থেকে পড়াশোনার মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
সূত্র: জনকণ্ঠ