শিরোনাম
◈ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া ◈ নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামোর বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা: সায়েন্সল্যাব মোড় অবরোধ ◈ মসজিদে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলতে হিন্দুত্ববাদীদের চাপ ◈ পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ৫ বছর, রেহানা ৭ বছর ও টিউলিপ সিদ্দিক ২ বছরের কারাদণ্ড ◈ ১০ জনের চেলসির সঙ্গে জিত‌তে পার‌লো না আ‌র্সেনাল ◈ শেখ হাসিনার ‘একযোগে প্রকাশিত’ ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড়: সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক ◈ তিন মাচ হা‌রের পর ইং‌লিশ লি‌গে জ‌য়ে ফির‌লো লিভারপুল  ◈ চীনের কাছে ৪ গো‌লে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের  ◈ কা‌রো চা‌পের মু‌খে রা‌শিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ করবে না নয়াদিল্লি ◈ নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালালকে হারাম করা: অজ্ঞতা ও মনগড়া ধর্মীয় দাবির ভয়াবহ পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : আনআম, আয়াত : ১৪০

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে 

وَ قَالُوۡا مَا فِیۡ بُطُوۡنِ هٰذِهِ الۡاَنۡعَامِ خَالِصَۃٌ لِّذُكُوۡرِنَا وَ مُحَرَّمٌ عَلٰۤی اَزۡوَاجِنَا ۚ وَ اِنۡ یَّكُنۡ مَّیۡتَۃً فَهُمۡ فِیۡهِ شُرَكَآءُ ؕ سَیَجۡزِیۡهِمۡ وَصۡفَهُمۡ ؕ اِنَّهٗ حَكِیۡمٌ عَلِیۡمٌ ﴿۱۳۹﴾

সরল অনুবাদ

১৪০. অবশ্যই তারা ক্ষতগ্রস্থ হয়েছে যারা নির্বুদ্ধিতার জন্য ও অজ্ঞাতবশত নিজেদের সন্তানদেরকে হত্য করেছে এবং আল্লাহর উপর মিথ্যা রটনা করে আল্লাহ প্রদত্ত জীবিকাকে নিষিদ্ধ গণ্য করেছে। তারা অবশ্যই বিপথগামী হয়েছে এবং তারা হিদায়াতপ্রাপ্ত ছিল না।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা আনআমের এ আয়াতে বলা হচ্ছে যে, তারা তাদের পথভ্রষ্টতায় অনেক দূর এগিয়ে গিয়েছিল, তাদের কোন কাজেই হিদায়াত নসীব হয় নি। (সা’দী) আর তাদের মধ্যে হিদায়াত পাবার যোগ্যতাও ছিল না।

(তাফসিরে ফাতহুল কাদির)

এ আয়াতে আল্লাহ দৃঢ়ভাবে ঘোষনা করে বলেছেন যে,  যেসব মানুষ অজ্ঞতা, বোকামি ও ভুল ধারনা থেকে নিজেদের সন্তানদের হত্যা করেছে, তারা সত্যিই ক্ষতিগ্রস্ত। আবার আল্লাহ যেসব জিনিসকে জীবিকা হিসেবে হালাল ও বৈধ করেছেন, তারা সেগুলোর ব্যাপারে নিজেদের মনগড়া কথা বানিয়ে বলেছে সেগুলোকে  হারাম সাভ্যস্থ করেছে। আল্লাহর নামে এ ধরনের মিথ্যা রটনা করেছে।

এসব মনগড়া কাজের জন্য তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে; তারা কখনোই সঠিক হিদায়াতের উপর ছিল না।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়