শিরোনাম
◈ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া ◈ নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামোর বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা: সায়েন্সল্যাব মোড় অবরোধ ◈ মসজিদে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলতে হিন্দুত্ববাদীদের চাপ ◈ পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ৫ বছর, রেহানা ৭ বছর ও টিউলিপ সিদ্দিক ২ বছরের কারাদণ্ড ◈ ১০ জনের চেলসির সঙ্গে জিত‌তে পার‌লো না আ‌র্সেনাল ◈ শেখ হাসিনার ‘একযোগে প্রকাশিত’ ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড়: সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক ◈ তিন মাচ হা‌রের পর ইং‌লিশ লি‌গে জ‌য়ে ফির‌লো লিভারপুল  ◈ চীনের কাছে ৪ গো‌লে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের  ◈ কা‌রো চা‌পের মু‌খে রা‌শিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ করবে না নয়াদিল্লি ◈ নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে রাতের অন্ধকারে রহস্যময় পরীর দেখা, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি আম গাছের ডালে পরী সদৃশ্য এক রহস্যময় প্রাণী দেখা যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামের কাদের প্রামাণিকের ছেলে মাসুদ কবির রবিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এই অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হন।

মাসুদ কবির জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে স্থানীয় তালুকদারবাড়ি নামে পরিচিত একটি পরিত্যক্ত বাড়ির পাশে থাকা একটি আম গাছের ওপর হঠাৎ অস্বাভাবিক আলোর ঝলক দেখতে পান। বিষয়টি অদ্ভুত মনে হওয়ায় কাছে গিয়ে তাকাতেই দেখেন, গাছের মগডালে দাঁড়িয়ে আছে পাখাওয়ালা পরী সদৃশ্য এক প্রাণী!

হঠাৎ এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান তিনি। তবে দ্রুতই মোবাইল ফোনে টানা তিনটি ছবি তুলে রাখেন। কিছুক্ষণ পর সাহস করে আরও কাছে এগোতেই রহস্যময় প্রাণীটি অদৃশ্য হয়ে যায় বলে জানান তিনি।

পরে তিনি ছবিগুলো ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে নিজ চোখে অলৌকিক পরীর দেখা মিললো। তার এই পোস্ট সোমবার রাত ৯টার দিকে ফেসবুকে দিলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।’

ঘটনার সময় সাথে থাকা বড়পাঙ্গাসী গ্রামের নাজির সরদারের ছেলে নাইম ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। আলোর উৎস দেখেছি এবং মোবাইলে তোলা ছবিও দেখেছি, যদিও নিজ চোখে পরী সদৃশ্য প্রাণীটিকে দেখতে পাইনি।’

হঠাৎ করে রহস্যময় প্রাণীর দেখা পাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অলৌকিক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজছেন।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়