শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ডিএনসির অভিযানে৫হাজার ইয়াবাসহ আটক ২

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইলফোনসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শুক্রবার রাতে পৌরসভার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে সী-বীচ সড়কের মের্সাস মা-বাবার দোয়া পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৩] আটকরা হলেন, টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকার ছৈয়দ আলমের ছেলে সৈয়দুল ইসলাম প্রকাশ রুবেল (২১)ও সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মোঃ সাইফুল করিম(২১)।

[৪] শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক ও উখিয়া-টেকনাফ সার্কেলের কমান্ডিং অফিসার সিরাজুল মুস্তফা। তিনি বলেন, শুক্রবার রাতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের ইনচার্জ দেওয়ান মো. জিল্লুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম ইয়াবা বিক্রয়ের সংবাদ পেয়ে পৌরসভার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে সী-বীচ রোডের মের্সাস মা-বাবার দোয়া পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের সামনে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি নোকিয়া মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। ইয়াবার আনুমানিক মূল্য ১৫লাখ ১৬হাজার টাকা।

[৫] তিনি আরো বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইলসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়