স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম থেকে খেলতে না পারলেও মাঝপথে অন্য এক স্টোকসকে দেখালো রাজস্থান রয়্যালস। যে অলরাউন্ডার জাতীয় দলের শেষ দিকে ফিনিশিংয়ে দিতে নামতেন, তাকে নাকি ওপেনিংয়ে নিয়মিত খেলিয়েছে রাজস্থান। তাতেই তার বাজিমাত।
[৩] প্রথম কয়েক ম্যাচ ভালো করতে না পারলেও তারপরের কয়েকটি ম্যাচে ঝড়ো শুরু এনে দিয়েছেন স্টোকস। গত ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেই ঝড়ো শতক হাঁকান অন্যতম সেরা এই অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেন ৬০ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস। ক্রিকইনফো
[৪] আর তাইতো ওপেনিংয়ে নিজেকে স্থায়ী করতে চান এই ইংলিশ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার। এ বিষয়ে তিনি বলেন, হ্যাঁ, আমি সত্যিই এই নতুন ভূমিকা উপভোগ করছি। আমি এখন থেকে অনেক আগে আমি ম্যাকার (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে কথা বলেছি। আইপিএল সাধারণত বছরের শুরুতে হয়, এর আগেও আমাদের আলোচনা হয়েছিল। এটি এমন কিছু যা আমি ধীরে ধীরে করতে চাইতাম। সানডে টাইমস্
[৫] ইংল্যান্ড দলে আমরা মানসম্পন্ন বেশ কয়েকজন ব্যাটসম্যান পেয়েছি, এর মধ্যে রয়েছে জেসন রয়, টম ব্যান্টন, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, যারা সবাই উদ্বোধনী ব্যাটসম্যান। সেখানে জায়গা পাওয়া সত্যিই কঠিন। হ্যাঁ, রাজস্থান রয়্যালসে আমাকে যে সুযোগ দেয়া হয়েছে সেই সুযোগ আর দায়িত্বটা বেশ উপভোগ করছি।-সানডে টাইমস