শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদ-বিয়ার উদ্ধার, ২২ মাদক ব্যবসায়ী আটক

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন শরিয়তনগরের আর জে টাওয়ার হোটেল এন্ড রিসোর্র্ট লিঃ এ বিপুল পরিমান
অনুমোদনবিহীন বিদেশী মদ ও বিয়ার’সহ ২২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা ।

[৩] শুক্রবার ভোরে অভিযানে আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ১। মোঃ ফেরদৌস চৌধুরী (৩৪) ২। মোঃ আলাউদ্দিন (২৪) ৩। আকমল হোসেন (৪২) ৪। মনিরুজ্জামান ৫। আশিক (২৫) ৬। মোঃ রুবেল (২৩) ৭। মুন্না (২৩) ৮। সাইফুল ইসলাম(২৭)৯। মোঃ হায়দার (২৮) ১০। মোঃ জাকির হোসেন (৩৫)১১। শাহিনুর (৩৫)১২। মোঃ শাহজাহান (৪৫) ১৩। মোঃ আনোয়ার হাসেন (৪২)১৪। মনির ঠাকুর (৩৫), ১৫। জুয়েল রানা(২৩) ১৬। রুবেল মিয়া (২৭)১৭। জব্বার (২৩) ১৮। মোঃ আল আমিন (২৭)১৯। ইকবাল (২৫)২০। মান্না মিয়া ২১। মোঃ তন্ময় মোল্লা (২৪)২২। নবী হোসাইন
(২৮)।

[৪] র‌্যাব-১৪ জানায়, ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার আশুগঞ্জ থানাধীন শরিয়তনগরে অবস্থিত আর জে টাওয়ার হোটেল এন্ড রিসোর্র্ট লিঃ অভিযান পরিচালনা করে ২২ মাদক ব্যবসায়ীকে আটক করে।

[৫] এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের অনুমোদনহীন হুইস্কি ও ভোদকা জাতীয় বিদেশী মদ ৭৬ বোতল, ৭২ ক্যান বিদেশী ভোদকা, ১৩১ ক্যান বিদেশী বিয়ার এবং মাদক বিক্রির নগদ ১,৬৮,০০০/- টাকা উদ্ধার করা হয়। কেবলমাত্র রিসোর্ট এর ভিতরে মদ পরিবেশন করার কথা থাকলেও তারা নিয়মিতভাবে রিসোর্টের বাহিরে বিদেশী মদ’সহ বিয়ার বিক্রয় করে এবং অনুমোদনবিহীন বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ ও পরিবেশন করে থাকে। শর্তানুযায়ী লাইসেন্সধারী ব্যক্তিদের নিকট মদ ও বিয়ার পরিবেশন করার অনুমতি রয়েছে। কিন্তু তারা শর্ত ভঙ্গ করে লাইসেন্সবিহীন ব্যক্তিদের নিকট মদ বিক্রয় ও পরিবেশন করে।

[৬] মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অনুমোদনকৃত ব্যক্তিবর্গের মাধ্যমে মদ পরিবেশন ও বিক্রয় করার কথা থাকলেও অনুমোদনহীন ব্যক্তিবর্গের মাধ্যমে পরিবেশন ও বিক্রয় করে থাকে। এছাড়াও তারা বিদেশী মদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। উক্ত ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়