শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : [২] এবারো পারলো না আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো হারের তেতো স্বাদ পেয়েছে তারা। তাদের ঘর থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে লেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে রোববার ১-০ গোলে জিতেছে ২০১৫-১৬ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। বিরতির পর একমাত্র গোলটি করেন জেমি ভার্ডি।

[৩] আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে একই ব্যবধানে হেরেছিল আর্সেনাল। টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল লেস্টার। ১৯৭৩ সালের পর এই প্রথম আর্সেনালের মাঠে জিতল তারা। চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে জালে পাঠিয়ে সতীর্থদের সঙ্গে উৎসবে মেতেছিলেন আলেকসঁদ লাকাজেত, কিন্তু অফসাইডের কারণে গোল পায়নি স্বাগতিকরা।

[৪] বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে যায় আর্সেনাল। ২৮তম মিনিটে আসে দারুণ সুযোগ, তবে বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের সামনে মাথা ছোঁয়াতে পারেননি লাকাজেত। প্রথমার্ধে গোলের উদ্দেশে মোট ১১টি শট নেয় আর্সেনাল, যার তিনটি ছিল লক্ষ্যে, কিন্তু মেলেনি কাঙ্খিত গোলের দেখা। এই সময়ে লেস্টার গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল একটি।

[৫] ৮০তম মিনিটে সফরকারীদের জয়সূচক গোলটি করেন ভার্ডি। ডি-বক্সের ভেতর ডান দিক থেকে সতীর্থের ক্রসে হেডে ফাঁকা জালে বল পাঠান দ্বিতীয়ার্ধে বদলি নামা এই ইংলিশ ফরোয়ার্ড। ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লেস্টার। আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া আর্সেনাল ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে। - ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়