লালমনিরহাট প্রতিনিধি: [২] শনিবার রাতে ওই মহিলাকে পশ্চিম নওদাবাস বাবুপাড়া রাধা গোবিন্দ মন্দির থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আলেয়া বেগম পশ্চিম বেজগ্রাম এলাকার হারুন উর রসিদের স্ত্রী বলে জানা গেছে।
[৩] হাতীবান্ধা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ওই মন্দিরে বোরকা পড়া এক মহিলা প্রবেশ করে মন্ডবের কাছে নিয়ে গিয়ে বসে পড়েন। এ সময় উপস্থিত ভক্তদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনসার ও ভিডিপি’র ১৯ নং টহল দল মন্দিরে গিয়ে পুরো মন্ডব ঘিরে ফেলেন। নানা কৌশলে ওই মহিলাকে আটক করেন আনসার ও ভিডিপি’র টহল দল। পরে তাকে হাতীবান্ধা থানায় সোর্পদ করা হয়েছে।
[৪] হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ওই মহিলা মূলত মাজার ভুক্ত যাকে আমরা ভান্ডারী বলে থাকি। ওই মহিলার দাবী স্বপ্নে তাকে পূজা মন্ডবে মোমবাতি দিতে বলেছে তাই ওই মহিলা রোবকা পড়ে মন্ডবে মোমবাতি নিয়ে গিয়ে ছিলো। তাকে স্থানীয় ইউ-পি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ