শিরোনাম
◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত ◈ বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল ◈ ইরানের বিরুদ্ধে অভিযানে সৌদি আকাশসীমা ব্যবহারে যুবরাজ সালমানের নিষেধাজ্ঞা ◈ যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যার জন্যে হোমল্যান্ড সিকিউরিটির দুই কর্মকর্তাকে বরখাস্ত ◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায়

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের উন্নয়নে নারীর ভূমিকা সবচেয়ে বেশি: রায়পুরের ইউএনও

জাহাঙ্গীর লিটন: [২] একটি দেশের আর্ত সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। আর একটি দেশের উন্নয়নে নারীর ভূমিকা সবচেয়ে বেশী। নারী ও শিশু নির্যাতন বায়পুরের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে উত্তোরনের জন্য প্রয়োজন অভিবাবকদের সচেতনতা। আর এই কাজটি সবচেয়ে বেশি করতে পারে বেসরকারী উন্নয়ন সংস্থা।

[৩] বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস) এর আয়োজনে ভিজিডি কর্মসূচির নিয়মিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী এসব কথা বলেন।

[৪] উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ১০নং রায়পুর ইউপি কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আগে নারী ও শিশু নির্যাতন বিষয়ক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

[৫] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তার, ১০ নং রায়পুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম সুমন।  এসময় উপস্থিত ছিলেন জমস সংস্থার সমন্বয়কারী রাশেদুল আমিন সহ ইউপি সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ভিজিডি কার্ডধারী উপকারভোগী মহিলাগণ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়