শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিয়া নাসরিন: মানুষ চিনেছি বলে সাপের ভয়টা কমে এসেছে!

সাদিয়া নাসরিন: পাড়ায়, ডাক্তার খালাম্মাদের বাগানে অনেকগুলো সূর্যমুখী গাছ ছিলো। গগণবিদারী সব সূর্যমুখী ফুল ফুটে আগুন হয়ে থাকতো। কিন্তু তাঁরা ছিলেন ব্রাম্মণ গোত্রীয় মানুষ, তাঁদের বাগান দূর থেকেই দেখা যায়, ভেতরে যাওয়া বারণ। আমি তাঁদের উঁচু পাঁচিলের ওপার থেকে হলুদ আগুন দেখতাম এক ঘোর বিস্ময় নিয়ে। মনে মনে বলতাম, ‘একদিন আমরাও...’ কিন্তু, কে জানি বলেছিলো, সূর্যমুখী ফুলের ঠিক পেছনের খোঁপাটায় চাক পাকিয়ে সাপ ঘুমায়। সাপকে ভীষণ ভয় আমার। তাই দূরে থেকেই দেখা অভ্যাস হয়ে গেলো আমার আরশিনগরের পড়শির সাথে। তবুও মনের ভেতরে একবার হাত দিয়ে ছুঁয়ে দেখার লোভটা তো গোপনেই বেঁচে রইলো, ‘একদিন আমারও...’

এখন বয়স বেড়েছে, মানুষ চিনেছি বলে সাপের ভয়টা কমে এসেছে। বুঝতে শিখেছি সাপ মানুষের চেয়ে বহুগুণ নিরাপদ। তাই সূর্যমূখীর সাথে দেখা হলো আমার আঙিনায়। ছোট্ট একটা চারা এনেছিলাম। পানির ভারও নেয় না। ভয়ে ভয়ে আনাড়ি মায়ের মতো সেই চারা পেলে পুষে শক্ত করলাম। সে ফুল ফোটালো দলেবলে। এরই নাম গাছ। ভালোবাসার বদলে ভালোবাসাই দেয়, বিষ দেয় না। ‘আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূরে থেকে/দলগুলো মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে/নিত্য জানাই প্রেম আরতি/যে পথে, নাথ, তোমার গতি/ওগো আমার ধ্রুব জ্যোতি সাধ মেটে না তোমায় দেখে’। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়