শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির কাছে ক্রিকেটের নিয়ম-কানুন শিখতে চান ম্যানসিটির ফুটবল কোচ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : [২] জন্ম ও বেড়ে ওঠা ফুটবলের স্বর্গরাজ্য খ্যাত স্পেনের বার্সেলোনার কাতালুনিয়ায়। এখান থেকেই উঠে এসেছেন অনেক নামিদামি তারকা। সেখানে ক্রিকেট বেশ অপরিচিত একটি খেলা। তাই স্বাভাবিকভাবেই ক্রিকেটের নিয়ম-কানুন জানেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

[৩] স্পেন ছেড়ে যখন ইংল্যান্ডে পাড়ি দেন, তখন তিনি জানতে পারেন ক্রিকেটের উম্মাদনা। কতটা জনপ্রিয় এ খেলা। তাই সুযোগ পেয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কাছে এ খেলার নিয়ম-কানুন শিখতে চাইলেন গার্দিওলা।

[৪] আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কোহলির লাইভ অনুষ্ঠানে যোগ দেন গার্দিওলা। সেখানেই নানা আলোচনার ফাঁকে উঠে আসে ক্রিকেটের প্রসঙ্গ। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির কোচ হয়ে ইংল্যান্ডে যাওয়ায় মাঝে-মধ্যেই ক্রিকেট খেলা দেখেছেন গার্দিওলা। তবে এখনও এর নিয়ম-কানুন আয়ত্ত করতে পারেননি তিনি। তাই কোহলির কাছ থেকে ক্রিকেটের খুঁটিনাটি জানার আগ্রহ প্রকাশ করেন ম্যানসিটি কোচ।

[৫] করোনাভাইরাস মহামারি শেষে ভারতে আসার ইচ্ছাও দেখান গার্দিওলা। তখনই কোহলির কাছ থেকে ক্রিকেট শিখবেন বলে জানান তিনি। গার্দিওয়ালা বলেন, আমি কখনোই ভারতে যাইনি। তবে মহামারির এ সময়টা যখন শেষ হবে, তখন আমি যেতে পারি এবং যখন আমরা একত্র হব, তখন তুমি আমাকে ক্রিকেটের নিয়ম-কানুন ব্যাখ্যা করতে পারো। হায় ঈশ্বর, এটা অনেক কঠিন জটিল একটি খেলা। - মার্কা / ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়