শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসিকে টাকা তৈরির মেশিন বললেন লা লিগার সভাপতি

স্পোর্টস ডেস্ক : [২] অন্যরকম এক উপমা টেনে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বার্সেলোনার শুধু গোল মেশিন নয়, টাকা তৈরি মেশিন বলেও প্রশংসা করলেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

[৩] গাজেত্তো দেল্লো স্পোর্তের এক অনুষ্ঠানে লা লিগা ছেড়ে চলে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমারকে নিয়েও কথা বলেন তেবাস। কোনো তারকার লা লিগাকে বিদায় বলে দেওয়ার প্রভাব যে তেমন একটা পড়ে না, জোর দিয়ে বলেছেন সে কথাও।

[৪] চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে গুঁড়িয়ে যাওয়ার পর গত আগস্টে হঠাৎ করে বার্সেলোনা ছাড়ার কথা বলেছিলেন মেসি। চুক্তি একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে ক্যাম্প ন্যু ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনা ওই সময় অনড় ছিল মেসির রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরোর দাবি নিয়ে। তেবাসও পক্ষ নিয়েছিলেন কাতালুনিয়ার দলটির। শেষ পর্যন্ত অচলাবস্থার অবসান হয় নীরবতা ভেঙে মেসি বার্সেলোনাতে থেকে যাওয়ার ঘোষণা দেওয়ায়।

[৫] লা লিগা ও বার্সেলোনায় মেসির থেকে যাওয়াটা দারুণ স্বস্তির ছিল বলে জানালেন তেবাস। মেসিকে স্পেনে খেলতে দেখতে আমি ভালোবাসি। সে অর্থ কামানোর যন্ত্র।

[৬] অনেক বছর ধরে আমরা মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লা লিগা ছেড়ে চলে যাওয়া নিয়ে প্রস্তুতি নিচ্ছি, যেন আর্থিক আঘাতটা না আসে। নেইমার পিএসজিতে যাওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে ফরাসি লিগ কিন্তু বেড়ে ওঠেনি। রোনালদো তুরিনে (জুভেন্টাসে) যোগ দেওয়ায় সেরি আতেও তেমন কোনো প্রভাব পড়েনি।

[৭] সেরি আর দল ইন্টার মিলান, ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির নাম শোনা গিয়েছিল মেসির সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে। আর্জেন্টাইন তারকা চলে গেলে লা লিগা সে ধাক্কা সামলে নিতে পারবে বলেও দাবি তেবাসের।

[৮] যদি মেসি চলে যেত এখনও সারা বিশ্বে আমাদের আগামী চার মৌসুমের সত্ত্ব বিক্রি করা আছে। কেউ আমাদের বলেনি, মেসি চলে গেলে তারা চুক্তিটা শেষ করে দেবে। ২০০৫ সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর দলটির হয়ে ৭৩৪ ম্যাচ খেলে ৬৩৫ গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৭৯টি। মার্কা/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়