হাওয়ার ছদ্মবেশে
দোল দেয়
প্রেতের নি:শ্বাস
অতৃপ্ত মিতালীর পিপাসা
ভেসে গেছে তার
অলৌকিক আলোর আঘাতে।
দুলছে পর্দা বাতাসে
রকিং চেয়ার
জোছনার ছায়া
বৃক্ষের মায়াবী আঙুল –
পুরানো পালকী চড়ে ভাঙা
নগরীতে এসেছে নতুন প্রতিবেশী ।
পরিশ্রান্ত শৃগালেরা ঘরে ফিরে গেলে
শিরিষের ডালে দোল দিতে দিতে চলে
বরফ গলার আয়োজন।