জ. ই. মামুন : ১৬০ বছর আগের, অর্থাৎ ১৮৬০ সালের আইনে বাংলাদেশে ধর্ষণকে সংজ্ঞায়িত করা হয়। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা হয়, ধর্ষণের কারণে কারো মৃত্যু হলে ধর্ষণকারী সর্বোচ্চ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু শুধু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নয়। উপরন্তু আদালতে ধর্ষিতাকে যেভাবে জেরা করা হয়। তাতে মৃত্যুর আগে তাকে অনেকবার মেরে ফেলা হয় চরিত্র হননের মাধ্যমে।
পত্রিকায় বিবৃতি, ফেসবুকে স্ট্যাটাস বা বিএনপির আমলে কী হয়েছিলো, সেসব কথার ফুলঝুরি ছড়ানোর চেয়ে এই আইনগুলো পরিবর্তন জরুরি। আসুন আমরা নির্ধারণ করি ধর্ষণের কী শাস্তি দেবে রাষ্ট্র। সরকার বাহাদুর, সংসদ সদস্যবৃন্দ, সুশীল সমাজ উদ্যোগ নেন এবং অবশ্যই প্রতিটি ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুণ। এখনই কিন্তু শ্রেষ্ঠ সময়। ফেসবুক থেকে