শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিকুজ্জামান ফিলিপ: যদি দলে মুজিববাদের আদর্শ অটুট রাখতে চান তাহলে এই ঘুরে দাঁড়ানোর যুদ্ধ অনিবার্য

আতিকুজ্জামান ফিলিপ: বেগমগঞ্জের বর্বরতম নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় বরাবরের মতো এবারও দাবি আসছে যে অভিযুক্ত যুবলীগের কর্মীরা কিছুদিন আগেও বিএনপির কর্মী ছিলো। দুঃখের বিষয় হলো, ধর্ষণ বা দুর্নীতি ধরা পরার পর দাবি উঠছে অভিযুক্ত ধর্ষক বা দুর্নীতিবাজ বিএনপি জামায়াত থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তের ঠিকুজি ঘেটে এই দাবি প্রমাণিতও হচ্ছে। অনুপ্রবেশের ঘটনাগুলো শহরের অভিজাত এলাকায় যেমন ঘটছে দূর গ্রামের নিভৃত এলাকায়ও তেমন ঘটছে।

পরিতাপের বিষয় হলো, কেন্দ্রের এসি রুমের নেতা বলুন আর অঁজপাড়াগায়ের নেতা বলুন তাদের কারোরই এই অনুপ্রবেশ নিয়ে ততোক্ষণ পর্যন্ত কোনো হুঁশ হচ্ছে না যতোক্ষণ পর্যন্ত না অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ধার্ষণ বা দুর্নীতি বা এরকম আরো ন্যাক্কারজনক ঘটনার অভিযোগ আসছে। যতোক্ষণ পর্যন্ত কোনো অভিযোগ আসছে না ততোক্ষণ পর্যন্ত এসব নেতারা অনুপ্রবেশকারীদের সঙ্গে মিলেমিশে যারা দুর্দিনে দলের পোড়খাওয়া ও ত্যাগী কর্মী ছিলো তাদেরকেই উল্টো কোনঠাসা করে যাচ্ছেন। হাইব্রিড অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষণকারী এসব নেতাদের উপর অভিমান করে দলের দুর্দিনে জানবাজি রেখে শ্রম দেওয়া নেতাকর্মীরা আজ নিরবে নিভৃতে দল থেকে সরে যাচ্ছেন। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। হয় দলে এইসব হাইব্রিড অনুপ্রবেশকারী আর তাদের পৃষ্ঠপোষণকারী নেতারা থাকবে না হয় দুর্দিনের পোড়খাওয়া জানবাজি রেখে শ্রম দেওয়া নেতাকর্মীরা থাকবে। যদি দলকে বাঁচাতে চান, যদি দলে মুজিববাদের আদর্শ অটুট রাখতে চান তাহলে এই ঘুরে দাঁড়ানোর যুদ্ধ অনিবার্য, এর কোনো বিকল্প নেই। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়