শিরোনাম

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষ মানেই ধর্ষণকারী নয়

সাজিয়া আক্তার : একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে। নৃশংসতার এই ঘনটাগুলো একটি ছেড়ে যাচ্ছে অন্যটি। একটি ঘটনার রেশ শেষ না হতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের। দেশের তারকাঙ্গনের বড় অংশ নিশ্চুপ থাকলেও কেউ কেউ মুখ খুলেছেন।

কিছুদিন আগে নোয়াখালীতে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনায় জেগে উঠেছে আপামর সাধারণ জনগণ। নারী নির্যাতনের এহেন কর্মকাণ্ডে প্রতিবাদ জানাচ্ছেন সকলেই। কেউবা মানববন্ধনে অংশ নিয়ে, কেউবা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে। সোমবার থেকে দেশের অধিকাংশ মেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে পালন করছেন ‘ব্ল্যাক ডে আউট’। নিজেদের প্রোফাইলে কালো ছবি সাঁটিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

এদিকে এমন কর্মকাণ্ডে মডেল ও অভিনেত্রী সেতু হায়দার নিজের এক পোস্টে লিখেন, পুরুষ মানেই ধর্ষণকারী নয়। একজন পুরুষের বুকেই একজন নারীর সবচেয়ে নিরাপদ স্হান যদি সেই পুরুষটি হয় চরিত্রবান,,চরিত্রই হলো মানুষের অমূল্য সম্পদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়