শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেফ বেজোসের বাড়ির সামনে অ্যামাজন কর্মীদের বিক্ষোভ

রাশিদুল ইসলাম : [২] কোভিডে অ্যামাজন মালিক জেফ বেজোস কম করে হলেও ২’শ বিলিয়ন ডলার কামিয়েছেন। কিন্তু লকডাউনের সময় তার অনলাইন ব্যবসার কর্মীরা পণ্য সরবরাহ ঠিক রাখতে যেয়ে কোভিডে আক্রান্ত হয়ে পড়েন। এদের সংখ্যা ২০ হাজার। বেভারলি হিলসে বেজোসের ১৬৫ মিলিয়ন ডলার মূল্যের বাড়ির সামনে অ্যামাজন কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি কোভিডে আক্রান্তদের দায়িত্ব বেজোসকে নিতে হবে। দি সান

[৩] শ্রম ও পরিবেশবাদী কর্মীরাও ওই বিক্ষোভে অংশ নেন। তারা বলেন এই কোভিডের সময় অ্যামাজন কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এপর্যন্ত অন্তত ১০ অ্যামাজন কর্মী কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে।

[৪] মিস্টার স্মলস অ্যামাজনে কাজ করছেন গত ৫ বছর। তিনি বলেন ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ও বেতনের অভাব নিয়ে কথা বলায় গত মার্চে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু অ্যামাজন কর্তৃপক্ষ বলছে স্মলসকে বরখাস্ত করা হয় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় না রাখার জন্যে।

[৫] বিক্ষোভরত অ্যামাজন কর্মীরা ঘন্টায় ৩০ ডলার পারিশ্রমিক দাবি করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের চিকিৎসা সুবিধা চান। তারা বলেন চাকরি হারানোর ভয় থাকলেও তারা সবার স্বার্থেই এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

[৬] বিক্ষোভ মিছিল থেকে আরেক অ্যামাজন কর্মীরা বলেন আমাদের দাবি মেনে নেয়া জেফ বেজোসের জন্যে সামান্য ব্যাপার। তিনি সেকেণ্ডে ৪ হাজার ডলার আয় করেন।

[৭] বেজোসের বাড়ি সামনে মিছিল করে যাবার সময় অ্যামাজন কর্মীরা স্লোগান দেয়, ‘বেজোস তোমার লোভ আমাদের হত্যা করছে, ‘বিজ্ঞান মানে নিরবতা নয়, দ্বিতীয় কোনো পৃথিবী নেই’ ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়