শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ ◈ ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার-ছক্কার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি পোলার্ড-বাটলার

রাহুল রাজ: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০তম ম্যাচে আজ মাঠে নামছে পোলার্ডদের মুম্বাই ইন্ডিয়ান্স ও বাটলারদের রাজস্বান রয়্যালস। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

[৩] রোহিত শর্মার দল মুম্বাই আগে মোট তিনটি ম্যাচে জয়ী হয়েছে। আগে দুটি ম্যাচে জয়ী হতে পারেনি এই দল। প্রথম ম্যাচে হার দিয়েই শুরু হয়েছিল তাদের। সেই ম্যাচে চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল এই দল। পরের ম্যাচ ছিল কেকেআর -এর সঙ্গে।

[৪] সেই ম্যাচে ৪৯ রানে জয়ী হয়েছিল তারা। তৃতীয় ম্যাচে আবারও হার হয় তাদের। ব্যাঙ্গালোরের কাছে অবশ্য ওভারে হেরে গিয়েছিল তারা। এর পরের দুটি ম্যাচে অবশ্য জয়ী হয়েছিল তারা। পঞ্জাবের সঙ্গে পরের ম্যাচে ৪৮ রানে জয়ী হয়েছিল মুম্বই। তার পরের ম্যাচেও হায়দরাবাদকে হারিয়ে ৩৪ রানে জয়ী হয়েছিল তারা।

[৫] অন্যদিকে রাজস্থানও কম যায়না। স্মিথের দল রাজস্থান আগে দুটি ম্যাচে জয়ী হয়েছে। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু হয়েছিল তাদের। সেই ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয়ী হয়েছিল তারা। সেই ম্যাচে ১৬ উইকেটে জয়ী হয়েছিল তারা।

[৬] দ্বিতীয় ম্যাচেও পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল এই দলই। সেই ৪ উইকেটে জয়ী হয়েছিল এই দল। তবে তার পরের দুটো ম্যাচে আর জয়ী হতে পারেনি স্টিভ স্মিথের দল। তাই এবার আবারও জিততে চাইবে এই দল।

[৭] মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ:
জোস বাটলার (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মনন ভোরা, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, শ্রেয়স গোপাল, জোফ্রা আর্চার, টম কারান, জসদেব উনাদকাট, বরুণ অ্যারন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়