সিরাজুল ইসলাম: [২] শিগগিরই এ ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রোববার তিনি এএফপিকে এ তথ্য জানান।
[৩] প্রথম ব্যাচের টিকা শুক্রবার ভেনেজুয়েলায় পৌঁছায়। প্রায় দুই হাজার মানুষ এ ট্রায়ালে অংশ নেবেন। প্রেসিডেন্ট বলেন, তার ছেলে নিকোলা আর্নেস্তো মাদুরো গুয়েরা তাকে ভ্যাকসিনে ট্রায়ালে অংশ নিতে আগ্রহের কথা জানান। তিনি মনে করেন- এটা খুবই ভালো। তার বোনও ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেবেন। ভ্যাকসিন সরবরাহ করায় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান।
[৪] ৩০ বছর বয়সী নিকোলাস আর্নেস্তো মাদুরো গুয়েরাও রাজনীতি করেন। তিনি তার বাবার ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার (পিএসইউভি) সদস্য।
[৫] আগস্টে রাশিয়া টিকা ট্রায়ালের অনুমোদন দেয়। অল্প মানুষের শরীরে এটা প্রয়োগ করা হয়। এ কারণে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। টিকার কার্যকারিতা ও সুরক্ষার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া।