সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
[৩] আটককৃত মো. সোহেলা রানা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চিধুলিয়া গ্রামের মৃত ফিরোজ মন্ডরের ছেলে।
[৪] বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার সময় এই তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ ওসি) মো. মিজানুর রহমান।
[৫] তিনি জানান, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিকনিদের্শনায় পলাশ চন্দ্র চৌধুরী সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী