শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় মাদরাসায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাতক

সাভার প্রতিনিধি: [২] সাভারের আশুলিয়ায় মাদরাসার এক শিশু (৮) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে মাদরাসায় তালা লাগিয়ে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক আব্দুল আজিজ। তবে মাদরাসাটির ভবন মালিকের বিরুদ্ধে ওই শিক্ষককে পালাতে সহায়তার অভিযোগ করেছেন স্থানীয়রা।

[৩] মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গাজীরচট আয়নাল মার্কেট এলাকার দারুল কুরআন নূরানী হাফিজিয়া মডেল মাদরাসায় এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

[৪] ভুক্তভোগী শিশুটির মা একজন গার্মেন্ট শ্রমিক। তিনি জানান, আয়নাল মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে তিনি গার্মেন্টে চাকরি করেন। তার স্বামী পেশায় একজন রিকশাচালক। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৭টায় তাদের ছোট্ট মেয়েকে ওই মাদরাসায় রেখে কাজে চলে যান তারা। পরে সন্ধ্যায় মেয়েকে বাসায় নিয়ে গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে সে।

[৫] রিকশাচালক বাবা জানান, সন্ধ্যার পর সবার ছুটি হয়ে গেলে তার মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে নিয়ে যান শিক্ষক আব্দুল আজিজ। পরে তার মেয়েকে ধর্ষণচেষ্টা করেন ওই শিক্ষক। কিন্তু লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে বাসায় পাঠিয়ে দেন শিক্ষক আজিজ।

[৬] প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই মাদরাসা শিক্ষকের কু-কীর্তি জানাজানির পর বাড়িওয়ালা আব্দুর রাজ্জাক ও স্থানীয় মাদবররা অভিযুক্ত শিক্ষককে বাড়ির একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। কিন্তু পরে বাড়ির মালিক তাকে কৌশলে ছেড়ে দেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়