আসিফুজ্জামান পৃথিল: [২] সান লুইস অবসিবোর শেরিফ অফিস জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার টেম্পলটন এলাকায় এই ঘটনা ঘটে। দাবি করা হয়েছে মিচেল স্টারাব নামে ঐ শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী প্রথমে পুলিশের উপর হামলা করে। সিএনএন
[৩] বিবৃতিতে বলা হয়, ডেপুটিরা একটি গোরস্তানের কাছে স্টিরাবেন গাড়ি থামানোর চেষ্টা করেন ট্রাফিক আইন ভাঙার কারণে। এরপরই সে গোরস্থানের আঙুর বাগান দিয়ে ভিতরে চলে যায়। ডেপুটারা তার পেছন পেছন ভেতরে গেলে সে অ্যাম্বুশ করে গুলি শুরু করে।
[৪] ডেপুটিরা পাল্টা গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এক ডেপুটির পায়ে গুলি থাকে। তাকে হেলিকপ্টারে করে স্থানীয় হামপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
[৫] স্টিরাবের গাড়িতে প্রচুর অস্ত্রের সন্ধান পেয়েছে পুলিশ। এরমধ্যে রয়েছে একটি অ্যাসল্ট রাইফেল, একটি হান্টিং রাইফেল, তার ব্যবহৃত হ্যান্ডগানের বাইরে আরও দুটি হ্যান্ডগান এবং হাজার হাজার গুলি।
[৬] তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ জানতে পেরেছে, সে বেআইনিভাবে অস্ত্রের যন্ত্রাংশ বানাচ্ছিল। জানা গেছে, সে শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের এসব সরবরাহ করতো।