কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র,মাদক এবং কার্তুজ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০জানুয়ারি) সকালে বাঁশখালী সেনা ক্যাম্পের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে তাঁদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াডের বাসন্দিা বদিউল আলম (৫০) এবং দীপেশ চক্রর্বতী (৩৫)।
স্থানীয় সূত্র জানা যায়, মাদক ব্যবসায়ী বদিউল আলম এলাকায় অবস্থান এবং নানা অপরাধ করার প্রক্রিয়া করছে এরই অভিযোগে বাঁশখালী সেনা ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তাকে গ্রেফতার করা হলে তার কাছ থেকে ১৪৯ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির ৮ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার অর্থযোগান দাতা হিসাবে দীপেশ চক্রবর্তীর নাম বললে তার বাড়িতে ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর বাসা থেকে ৯টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি লাঠি (বাটন),একনলা বন্দুকের ১০ রাউন্ড খালি র্কাতুজ, আমদানকিৃত মদ এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানের ব্যাপারে বাঁশখালী সেনা ক্যাম্পের নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্প কমান্ডার বলেন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কোন ধরনের সহিংসা এবং নাশকতা না হয় তার জন্য প্রশাসন কঠোর নজরদারি এবং গ্রোয়েন্দা নজরদারি রয়েছে । তারই প্রেক্ষিতে পরিচালিত অভিযানে মাদক ও দেশীয় অংশসহ দু,জনকে গ্রেফতার করা হয়েছে। পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের হাতে তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান।