রাহুল রাজ : [২]ডুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের সপ্তম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করেদিল্লি ক্যাপিটালস ৩ উইকেট হারিয়েসংগ্রহ করেছে ১৭৫ রান।
[৩] দিল্লির পক্ষে পৃথ্বী শ্ সর্বচ্চো ৬৪ রান তুলতে সক্ষম হয়।
[৪] চেন্নাই এর পক্ষে পিজুস চাওলা ২ টি উইকেট তুলে নেন।
[৫] বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি শুরু হয়।
[৬] দুদলের একাদশ:
[৭] চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, স্যাম কুরান, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), দ্বীপক চাহার, শার্দুল ঠাকুর, পিয়ুস চাওলা ও লুঙ্গি এনগিডি।
[৮] দিল্লি ক্যাপিটাল: পৃথ্বী শ, শেখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), ঋষভ পন্ট (উইকেটরক্ষক), মার্কাস স্টায়নিস, অক্ষর প্যাটেল, আমিত মিশ্র, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও মোহিত শর্মা।