তাহিরুল আনাম: [২] দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে ডিআইজি দেবদাস ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ইউএনও অফিসের মালি রবিউল ইসলাম ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার দায় স্বীকার করেছে। শনিবার বিকেল সাডে ৩ টায় ওই সাংবাদিক সম্মেলনে ডিআইজি দেবদাস ভট্টাচার্য আরো বলেন, মামলাটির তদন্ত চলছে এবং একারণে বিস্তারিত কিছু বলা যাচ্ছেনা। তদন্তের স্বার্থে সময় সাপেক্ষে আপনাদের আবারো এ হত্যা মামলা সম্পর্কে জানানো হবে।
[৩] দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক ইসমাইল হোসেনের আদালতে রবিউলকে হাজির করে ১০দিনের রিমান্ড চাইলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামী আসাদুল হককে জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ড চাওয়া হয়নি। আসাদুল হককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। হত্যার প্রচেষ্টার দায় স্বীকার করা রবিউল ইসলামের বাড়ি বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নে।
[৪] উল্লেখ্য, গত ২রা সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ইউএনও তার বাবাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। এরপর তাকে প্রথমে রংপুর ও পরে ঢাকায় চিকিৎসার জন্যে স্থানান্তর করা হয়। সম্পাদনা : রাশিদ