শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিসবাহর পরিবর্তে পাকিস্তানের প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব আখতার!

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের পর মিসবাহর একই সাথে প্রধান নির্বাচক ও কোচ হিসেবে থাকা নিয়ে প্রশ্নে উঠে।

[৩] অনেকেই প্রধান নির্বাচকের পদ থেকে মিসবাহকে সরানোর দাবী করেন। খুব সম্ভবত সেই পরিকল্পনাও শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

[৪] আর মিসবাহর পরিবর্তে দেশটির প্রধান নির্বাচক হিসেবে দেখা যেতে পারে সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজেই।

[৫] ইউটিউব শো ‘ক্রিকেট বাজে’ শোয়েব বলেন, ‘সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছিনা। আমার সাথে বোর্ডের কিছু কথা হয়েছে। আমি পাকিস্তান ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। তবে এখন পর্যন্ত কোন কিছু চূড়ান্ত হয়নি।’

[৬] তিনি আরও বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর থেকে খুব আরামের জীবন যাপন করছি। তবে দেশের জন্য এই আরামের জীবন আমি ছাড়তে চাই। সুযোগ পেলে আমি অবশ্যই যেকোনো দায়িত্ব নিতে পিছপা হবোনা।’

[৭] প্রধান নির্বাচক হলে কিভাবে দল সাজাবেন তার একটা রূপরেখা এখনই দাঁড় করিয়ে ফেলেছেন এই তারকা পেসার।

[৮] তিনি বলেন, ‘একটা নতুন প্রজন্ম তৈরি করতে চাই আমি যারা আক্রমনাত্মক ক্রিকেট খেলবে, যাদের ব্যর্থতার ভয়ে থাকবেনা। আমাদের কিছু ম্যাচ উইনার তৈরি করতে হবে, ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াদাঁদ কিংবা মোশতাক মোহাম্মদদের মতো। তাদের মতো মানসিকতা থাকতে হবে। পেস বোলাররা কেবল পেটা শরীরওয়ালা হবেনা বরং ক্রিকেটকেন্দ্রিক হতে হবে তাদেরকে।
- দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়