শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃদ্ধাশ্রমের বাবা-মাদের সাথে ছেলের জন্মদিন পালন করলেন নিলফামারীর ডিসি

বিপ্লব বিশ্বাস : [২]বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা-বাবাদের সাথে কেক কেটে ছেলের জন্মদিন পালন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এ সময় তিনি নিজের বেতনের টাকা দিয়ে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা-বাবাদের মাঝে পাঞ্জাবি-শাড়ি বিতরণ করেন।

[৩] গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলায় অবস্থিত নিরাপদ বৃদ্ধাশ্রমে ডিসি তাঁর ছেলের ব্যতিক্রমী এ জন্মদিন পালন করেন।এসময় জেলা প্রশাসকের স্ত্রী বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বাবা-মায়েদের মাঝে নিজ হাতে রান্না করা খাবার বিতরণ করেন।

[৪]নীলফামারী ডিসি হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘প্রতিটি মানুষ শেষ বয়সে পারিবারিক বন্ধনে থাকতে চান।ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ পরিবারের সকলের সাথে হেসে-খেলে থাকতে ভালবাসেন। যে ছেলে মেয়ের জন্য জীবনের সুখ-শান্তি বিসর্জন দিয়ে অনেক কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেন, তাদের সাথে শেষদিন পর্যন্ত আনন্দে দিন কাটাতে চান। কিন্তু বর্তমানে কিছু কিছু ছেলে-মেয়ের মানসিক অবক্ষয়ের কারণে বৃদ্ধা মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যান। এ মানসিকতা থেকে আমাদের বের হতে হবে।’

[৪] তিনি আরও বলেন, ‘বৃদ্ধাশ্রমে ছেলের জন্মদিন পালন করার উদ্দেশ্য হচ্ছে এসব দেখে ছেলে-মেয়েরা যাতে মানসিক অবক্ষয় থেকে দূরে থাকে এবং অসহায় মানুষদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে মানুষের পাশে থাকে। পারিবারিক ও সামাজিকভাবে যেন সারাজীবন সেতুবন্ধনে থাকে।’

[৫]এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি জাহাঙ্গীর হোসাইন, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসান বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কিশোরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজেদুর রহমান সাজু, বৃদ্ধাশ্রমের সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়