শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস, ডো হারাল ৮০৭ পয়েন্ট, ধকল ভারতের সেনসেক্সেও

রাশিদুল ইসলাম : [২] গত জুনের পর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর সূচকে ফের বড় ধরনের দরপতনে শেয়ার বাজারের সার্বিক সূচক হ্রাস পেয়েছে। ফেসবুক ৪ শতাংশ, এ্যাপেল ও মাইক্রোসফট সাতের কাছাকাছি ও অ্যামাজন ও নেটফ্লিক্স ৫ শতাংশের বেশি দরপতন ঘটে। পতন ঘটে অ্যামাজন, টেসলা এবং এনভিডিয়ার সূচকেও। এরই ধাক্কা এসে লেগেছে ভারতের সেনসেক্স সূচকে। শুক্রবার বাজার খুলতেই বিনিয়োগকারীরা হারালেন ২ লাখ ১২ হাজার কোটি রুপি। স্পুটনিক/টাইমস অব ইন্ডিয়া

[৩] শুক্রবার সকালে সেনসেক্সে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পর সূচক পতন হয় ৬২৫.৯৩ পয়েন্ট বা ১.৬১ শতাংশ। তা নামতে নামতে দাঁড়ায় ৩৮৩৬৫.০১-এর ঘরে। অন্যদিকে নিফটি নামে ১৭০.৪০ শতাংশ বা ১.৪৮ পয়েন্ট। তা নেমে দাঁড়ায় ১১৩৫৭.০৫ এর ঘরে। সেনসেক্স ও নিফটিতে নথিভুক্ত প্রায় প্রতিটি শেয়ারেরই দাম কমে যায়। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে সবচেয়ে দাম কমেছে আইসিআইসিআই ব্যাঙ্কের। তার দাম ২.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭১.৩০ রুপি। এছাড়া স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং টাটা স্টিলের শেয়ারের দামও কমেছে দুই থেকে তিন শতাংশ।

[৪] যুক্তরাষ্ট্রে শেয়ার সূচক নাসডাকের সূচক পতন ঘটে ৫ শতাংশ। অপর সূচক এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের পতন হয়েছে ৩.৫ শতাংশ। ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক পতন হয়েছে ৮০৭.৭৭ পয়েন্ট বা ২.৭৮ শতাংশ। এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের পতন হয়েছে ১২৫.৭৮ পয়েন্ট বা ৩.৫১ শতাংশ। তা স্থির হয়েছে ৩৪৫৫.০৬-এর ঘরে। নাসডাকের পতন হয়েছে ৫৯৮.৩৪ পয়েন্ট বা ৪.৯৬ শতাংশ। তা ১১৪৫৮.১০ এর ঘরে স্থির হয়েছে।

[৫] এছাড়া জাপানের সূচক নিক্কির পতন হয়েছে এক শতাংশ এবং হংকং-এর হ্যাং সেং-এর পতন হয়েছে ১.৮ শতাংশ। অস্ট্রেলিয়ার সূচক এএসএক্স টু হান্ড্রেডের পতন হয়েছে ২.৮ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়