শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস, ডো হারাল ৮০৭ পয়েন্ট, ধকল ভারতের সেনসেক্সেও

রাশিদুল ইসলাম : [২] গত জুনের পর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর সূচকে ফের বড় ধরনের দরপতনে শেয়ার বাজারের সার্বিক সূচক হ্রাস পেয়েছে। ফেসবুক ৪ শতাংশ, এ্যাপেল ও মাইক্রোসফট সাতের কাছাকাছি ও অ্যামাজন ও নেটফ্লিক্স ৫ শতাংশের বেশি দরপতন ঘটে। পতন ঘটে অ্যামাজন, টেসলা এবং এনভিডিয়ার সূচকেও। এরই ধাক্কা এসে লেগেছে ভারতের সেনসেক্স সূচকে। শুক্রবার বাজার খুলতেই বিনিয়োগকারীরা হারালেন ২ লাখ ১২ হাজার কোটি রুপি। স্পুটনিক/টাইমস অব ইন্ডিয়া

[৩] শুক্রবার সকালে সেনসেক্সে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পর সূচক পতন হয় ৬২৫.৯৩ পয়েন্ট বা ১.৬১ শতাংশ। তা নামতে নামতে দাঁড়ায় ৩৮৩৬৫.০১-এর ঘরে। অন্যদিকে নিফটি নামে ১৭০.৪০ শতাংশ বা ১.৪৮ পয়েন্ট। তা নেমে দাঁড়ায় ১১৩৫৭.০৫ এর ঘরে। সেনসেক্স ও নিফটিতে নথিভুক্ত প্রায় প্রতিটি শেয়ারেরই দাম কমে যায়। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে সবচেয়ে দাম কমেছে আইসিআইসিআই ব্যাঙ্কের। তার দাম ২.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭১.৩০ রুপি। এছাড়া স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং টাটা স্টিলের শেয়ারের দামও কমেছে দুই থেকে তিন শতাংশ।

[৪] যুক্তরাষ্ট্রে শেয়ার সূচক নাসডাকের সূচক পতন ঘটে ৫ শতাংশ। অপর সূচক এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের পতন হয়েছে ৩.৫ শতাংশ। ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক পতন হয়েছে ৮০৭.৭৭ পয়েন্ট বা ২.৭৮ শতাংশ। এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের পতন হয়েছে ১২৫.৭৮ পয়েন্ট বা ৩.৫১ শতাংশ। তা স্থির হয়েছে ৩৪৫৫.০৬-এর ঘরে। নাসডাকের পতন হয়েছে ৫৯৮.৩৪ পয়েন্ট বা ৪.৯৬ শতাংশ। তা ১১৪৫৮.১০ এর ঘরে স্থির হয়েছে।

[৫] এছাড়া জাপানের সূচক নিক্কির পতন হয়েছে এক শতাংশ এবং হংকং-এর হ্যাং সেং-এর পতন হয়েছে ১.৮ শতাংশ। অস্ট্রেলিয়ার সূচক এএসএক্স টু হান্ড্রেডের পতন হয়েছে ২.৮ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়