শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ী পৌরশহরে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ [২] গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহর-শহরতলীসহ পৌরসভার সর্বত্র অতীতের যেকোনো সময়ের তুলনায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। একের পর এক দলে দলে কুকুরের দল দলবেঁধে সড়ক-মহাসড়ক, রাস্তার মোড় ও চিহিৃত গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান ছাড়াও অহরহ এদিক-ওদিক ছুঁটে চলছে। এরই ফাঁকে এসব কুকুরের তেজস্বী আক্রমণে পথচারির অনেকেই ধরাশায়ী হয়ে পড়ছেন।

[৩] বড় আকৃতির এসব কুকুরদল ভীতিকর চাহনিতে বীরদর্পে দিক-বেদিক ছুঁটে চলেছে শহরের এ প্রান্তর অপর প্রান্ত। বিশেষ করে শহরের আনাচে-কানাচে গড়ে উঠা কনফেকশনারি প্রতিষ্ঠান, যত্রতত্র ময়লা আবর্জনার ভাগারসহ চামড়ার হাট ও আরৎ সমূহের চামড়ার উচ্ছিষ্ট খাবরের টানেই কুকুর গুলো খন্ড-খন্ড দলবেঁধে বসে থাকে। একটি অসমর্থিত সূত্র জানায়, গত এক সপ্তাহের ব্যবধানে শহরের বিভিন্ন স্থানে অন্ততঃ ৭/৮ জন মানুষকে কুকুর কামড়িয়েছে।

[৪] স্থানীয় চেনা-অচেনা ছাড়াও বহিরাগত পথচারি এসব কুকুরদলের কামড়ের শিকার হয়েছেন। প্রায় প্রতিনিয়ত শহরের কোথাও না কোথাও বেওয়ারিশ কুকুর কাউকে না কাউকে কামড়িয়েছে বলে জানা যায়। এসব কুকুর তেড়ে এসে আকস্মিক কামড়ের কবল থেকে রক্ষায় ভূক্তভোগি মহল দায়ীত্বশীল সংশ্লিষ্ট বিভাগের যথাযথ জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়