শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরার শ্রীপুরে ফেসবুক হ্যাকিং গ্রুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ১০

মাগুরা প্রতিনিধি: [২] শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নয়টি ডেস্কটপ, নয়টি সিপিইউ, ১০টি মোবাইল, সাতটি হার্ডডিস্ক ও একটি মডেম উদ্ধার করা হয়।

[৩] পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র উপজেলার চর চৌগাছী এলাকায় দীর্ঘদিন একটি রুমের মধ্যে থেকে মানুষের মোবাইল নম্বার ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়।

[৪] আটকরা হলেন- উপজেলার চর চৌগাছি গ্রামের মো. চাঁদ শেখের ছেলে মো. মোহিদুল ইসলাম, মো. আকিদুল শেখের ছেলে মো. সবুজ শেখ, আ. আজিজ শেখের ছেলে মো. মিজানুর রহমান, চাঁদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম, মো. ফজলে বিশ্বাসের ছেলে মো. রানা বিশ্বাস, আতিয়ার বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস, মো. আখিল উদ্দিনের ছেলে জয় মাহমুদ, সদর উপজেলার কালিনগর গ্রামের বকুল মোল্লার ছেলে মো. শান্ত মোল্লা, রাজবাড়ীর কালুখালী উপজেলার বিল সুন্দরপুর গ্রামের আ. রব মোল্লার ছেলে মো. সজিব, একই জেলার বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়া গ্রামের মো. মকছেদ আলী মণ্ডলের ছেলে মো. আলমগীর।

[৫] শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্ত সদস্যরা দীর্ঘদিন যাবত বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি হ্যাকিং এর মাধ্যমে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার গ্রুপের ১০ জনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়