শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরার শ্রীপুরে ফেসবুক হ্যাকিং গ্রুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ১০

মাগুরা প্রতিনিধি: [২] শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নয়টি ডেস্কটপ, নয়টি সিপিইউ, ১০টি মোবাইল, সাতটি হার্ডডিস্ক ও একটি মডেম উদ্ধার করা হয়।

[৩] পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র উপজেলার চর চৌগাছী এলাকায় দীর্ঘদিন একটি রুমের মধ্যে থেকে মানুষের মোবাইল নম্বার ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়।

[৪] আটকরা হলেন- উপজেলার চর চৌগাছি গ্রামের মো. চাঁদ শেখের ছেলে মো. মোহিদুল ইসলাম, মো. আকিদুল শেখের ছেলে মো. সবুজ শেখ, আ. আজিজ শেখের ছেলে মো. মিজানুর রহমান, চাঁদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম, মো. ফজলে বিশ্বাসের ছেলে মো. রানা বিশ্বাস, আতিয়ার বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস, মো. আখিল উদ্দিনের ছেলে জয় মাহমুদ, সদর উপজেলার কালিনগর গ্রামের বকুল মোল্লার ছেলে মো. শান্ত মোল্লা, রাজবাড়ীর কালুখালী উপজেলার বিল সুন্দরপুর গ্রামের আ. রব মোল্লার ছেলে মো. সজিব, একই জেলার বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়া গ্রামের মো. মকছেদ আলী মণ্ডলের ছেলে মো. আলমগীর।

[৫] শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্ত সদস্যরা দীর্ঘদিন যাবত বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি হ্যাকিং এর মাধ্যমে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার গ্রুপের ১০ জনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়