শিরোনাম
◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ◈ ভারমুক্ত হলেন তারেক রহমান, দায়িত্ব পেলেন চেয়ারম্যান পদের

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লাদেনের বিরুদ্ধে অভিযানের বিরোধীতা করেছিলেন বাইডেন, বললেন মাইক পেন্স

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে রিপাবলিকান সম্মেলনের তৃতীয় দিনে মনোনায়ন গ্রহণের পর ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স দাবী করেছেন, পররাষ্ট্রনীতিকে রেকর্ড গড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি

[৩]বাল্টিমোরের ম্যারিল্যান্ডে দেয়া ভাষণে পেন্স বলেন, ‘ট্রাম্প আমাদের শত্রæদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং মিত্রদের পাশে দাঁড়িয়েছেন। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আইএসএর সর্র্বশেষ অঞ্চলটি কেড়ে নিয়েছে, তাদের খলিয়াত ধ্বংস করে দিয়েছে এবং একজনও আমেরিকান হতাহত হওয়া ব্যতিতই তাদের নেতাদের হত্যা করা হয়েছে।’

[৪]এই সময় পেন্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ডেমোক্রেট প্রতিদ্ব›দ্বী মাইক পেন্স সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযানের বিরোধীতা করেছিলেন। অন্যদিকে ট্রাম্প বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন।

[৫]প্রসঙ্গত লাদেনের বিরুদ্ধে অভিযান সমর্থন না করার ব্যাখ্যা দিতে দিয়ে এর আগে বাইডেন বলেছেন, তিনি সন্দেহে ছিলেন যে নিশ্চিত হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে অভিযান চালানো ঠিক হবে কি না। কিন্তু সর্বশেষ ওবামার সিদ্ধান্তকেই সমর্থন করেছেন।

[৬] পেন্স আরো বলেন, ওবামা আমলের প্রতিরক্ষামন্ত্রী বব গেটস তার স্মৃতিকথায়ই উল্লেখ করেছেন, ‘গত চার দশকের ইতিহাসে বাইডেন প্রায় প্রত্যেক গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভুল সিদ্ধান্ত নিয়েছেন।’

[৭]পেন্স বলেন, ‘ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পকে ভিন্নভাবে দেখেছে। আমাদের ঐতিহ্যকে অপমানিত করা হলে আপনি যদি ভাবেন তিনি চুপ থাকবেন তিনি কখনোই আপনার মতের মতো হবেন না। তিনি তার নিজের মতো করে কাজ করবেন।’ তিনি জানান, ‘প্রেসিডেন্ট রিগানের পর একমাত্র ট্রাম্প প্রতিরক্ষা বাহিনীর সদস্য বাড়ানোর নির্দেশ দিয়েছেন, এবং বিগত ৭০ বছরের ইতিহাসে সেনাবাহিনীর নতুন ব্রাঞ্চ স্থাপন করেছেন।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়