শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কূটনৈতিক পদ্ধতিতেই রোহিঙ্গা সমস্যা সমাধানের আশাবাদ

শরীফ শাওন: [২] মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়, আমাদের সবার দায়িত্ব আছে। এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে ৯৫১ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

[৩] কানাডিয়ান হাইকমিশনার বেনোইট প্রেফোনটাইনি বলেন, রোহিঙ্গাদের মানসিক সমস্যা সমাধানে অবদান রাখা, মিয়ানমারের ওপর চাপ বজায় রাখা এবং তাদের জবাবদিহিতার আওতায় এনে রোহিঙ্গাদের কণ্ঠ প্রসারের সুযোগ দিতে কাজ করছে কানাডা সরকার।

[৪] বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দু’বার রোহিঙ্গা অনুপ্রবেশ সমর্থন করেছি, তবে মিয়ানমার তাদের ফেরত নিচ্ছে না। মিয়ানমারের প্রতি বরাবর প্রতিবেশীর মত আচরণ করা হলেও তারা সেই জায়গা থেকে বিচ্যুত ছিল।

[৫] তিনি বলেন, সাগর থেকে ৩০৬ রোহিঙ্কাকে উদ্ধার করে ভাসানচরে রেখেছি। বাকিদেরও সেখানে স্থানান্তর করা হবে। পরিবেশ পর্যবেক্ষণে জাতিসংঘ প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের পরিদর্শনে নেওয়া হবে। তবে বিভিন্ন মহল থেকে ভাসানচর নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

[৬] সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, সমস্যা সমাধানে শুরু থেকেই মিয়ানমার কালক্ষেপণ করছে। প্রধানমন্ত্রী দু’বার মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেও তিনি আসেননি।

[৭] সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকার কানাডিয়ান হাইকমিশনের যৌথ উদ্যোগে রোহিঙ্গা ইস্যুতে এক ওয়েবিনারে দেশি-বিদেশি রাজনীতিক ও কূটনীতিকরা এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়