শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি সন্তানকে হারালেন ল্যারি কিং

রাশিদুল ইসলাম : [২] প্রখ্যাত মার্কিন সাংবাদিক ল্যারি কিং আর সব পিতার মতই ভাঙ্গা হৃদয়ে বললেন কোনো পিতাকে যেন সন্তানকে কবর দিতে না হয়। ইনস্টগ্রামে ল্যারি জানান, তার ছেলে এ্যান্ডি কিং ও মেয়ে চায়ে কিং মারা গেছেন। বলেন ওরা ছিল মমতাময়ী, আমি ওদের ‘মিস’ করব।

[৩] গত ২৮ জুলাইন এ্যান্ডি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে আর ২৮ আগস্ট মারা যান চায়ে ফুসফুস ক্যান্সারে। চায়ে কতদিন ক্যান্সারে ভুগছিলেন তা জানা যায়নি।

[৪] দুটি সন্তান হারিয়ে বেশ কিছুটা ভেঙ্গে পড়েছেন ল্যারি কিং। তার পরিবারের পক্ষ থেকে ল্যারি সবার কাছে সদয় অনুভূতি ও শোক কাটিয়ে উঠতে কিছুটা সময় চেয়ে বলেন আমাদের কিছুটা নিভৃত সময় প্রয়োজন। সমবেদনা জানানোর জন্যে তিনি সকলকে ধন্যবাদ জানান।

[৫] ল্যারির নাতনি এ্যান্ডির ৩১ বছরের মেয়ে জিলিয়ান জানান তার বাবার বয়স হয়েছিল ৬৫ বছর। আর চায়ে’র বয়স ছিল ৫২ বছর। জিলিয়ান এও জানান ল্যারি খুবই ভেঙ্গে পড়েছে। তাছাড়া গত বছর তার স্ট্রোক হয়। অসুস্থহার কারণে সন্তানদের শেষকৃত্যে তার পক্ষে যোগ দেয়া সম্ভব নাও হতে পারে।

[৬] ল্যারি এ পর্যন্ত আটটি বিয়ে করেছেন। এ্যান্ডি ও চায়ে তার তৃতীয় স্ত্রী এ্যালেন আকিন্সের সন্তান। তার বর্তমান স্ত্রী হচ্ছেন শাওন কিং। শাওনের দুটি সন্তান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়