শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি সন্তানকে হারালেন ল্যারি কিং

রাশিদুল ইসলাম : [২] প্রখ্যাত মার্কিন সাংবাদিক ল্যারি কিং আর সব পিতার মতই ভাঙ্গা হৃদয়ে বললেন কোনো পিতাকে যেন সন্তানকে কবর দিতে না হয়। ইনস্টগ্রামে ল্যারি জানান, তার ছেলে এ্যান্ডি কিং ও মেয়ে চায়ে কিং মারা গেছেন। বলেন ওরা ছিল মমতাময়ী, আমি ওদের ‘মিস’ করব।

[৩] গত ২৮ জুলাইন এ্যান্ডি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে আর ২৮ আগস্ট মারা যান চায়ে ফুসফুস ক্যান্সারে। চায়ে কতদিন ক্যান্সারে ভুগছিলেন তা জানা যায়নি।

[৪] দুটি সন্তান হারিয়ে বেশ কিছুটা ভেঙ্গে পড়েছেন ল্যারি কিং। তার পরিবারের পক্ষ থেকে ল্যারি সবার কাছে সদয় অনুভূতি ও শোক কাটিয়ে উঠতে কিছুটা সময় চেয়ে বলেন আমাদের কিছুটা নিভৃত সময় প্রয়োজন। সমবেদনা জানানোর জন্যে তিনি সকলকে ধন্যবাদ জানান।

[৫] ল্যারির নাতনি এ্যান্ডির ৩১ বছরের মেয়ে জিলিয়ান জানান তার বাবার বয়স হয়েছিল ৬৫ বছর। আর চায়ে’র বয়স ছিল ৫২ বছর। জিলিয়ান এও জানান ল্যারি খুবই ভেঙ্গে পড়েছে। তাছাড়া গত বছর তার স্ট্রোক হয়। অসুস্থহার কারণে সন্তানদের শেষকৃত্যে তার পক্ষে যোগ দেয়া সম্ভব নাও হতে পারে।

[৬] ল্যারি এ পর্যন্ত আটটি বিয়ে করেছেন। এ্যান্ডি ও চায়ে তার তৃতীয় স্ত্রী এ্যালেন আকিন্সের সন্তান। তার বর্তমান স্ত্রী হচ্ছেন শাওন কিং। শাওনের দুটি সন্তান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়