শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার: উপদেষ্টা ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি সন্তানকে হারালেন ল্যারি কিং

রাশিদুল ইসলাম : [২] প্রখ্যাত মার্কিন সাংবাদিক ল্যারি কিং আর সব পিতার মতই ভাঙ্গা হৃদয়ে বললেন কোনো পিতাকে যেন সন্তানকে কবর দিতে না হয়। ইনস্টগ্রামে ল্যারি জানান, তার ছেলে এ্যান্ডি কিং ও মেয়ে চায়ে কিং মারা গেছেন। বলেন ওরা ছিল মমতাময়ী, আমি ওদের ‘মিস’ করব।

[৩] গত ২৮ জুলাইন এ্যান্ডি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে আর ২৮ আগস্ট মারা যান চায়ে ফুসফুস ক্যান্সারে। চায়ে কতদিন ক্যান্সারে ভুগছিলেন তা জানা যায়নি।

[৪] দুটি সন্তান হারিয়ে বেশ কিছুটা ভেঙ্গে পড়েছেন ল্যারি কিং। তার পরিবারের পক্ষ থেকে ল্যারি সবার কাছে সদয় অনুভূতি ও শোক কাটিয়ে উঠতে কিছুটা সময় চেয়ে বলেন আমাদের কিছুটা নিভৃত সময় প্রয়োজন। সমবেদনা জানানোর জন্যে তিনি সকলকে ধন্যবাদ জানান।

[৫] ল্যারির নাতনি এ্যান্ডির ৩১ বছরের মেয়ে জিলিয়ান জানান তার বাবার বয়স হয়েছিল ৬৫ বছর। আর চায়ে’র বয়স ছিল ৫২ বছর। জিলিয়ান এও জানান ল্যারি খুবই ভেঙ্গে পড়েছে। তাছাড়া গত বছর তার স্ট্রোক হয়। অসুস্থহার কারণে সন্তানদের শেষকৃত্যে তার পক্ষে যোগ দেয়া সম্ভব নাও হতে পারে।

[৬] ল্যারি এ পর্যন্ত আটটি বিয়ে করেছেন। এ্যান্ডি ও চায়ে তার তৃতীয় স্ত্রী এ্যালেন আকিন্সের সন্তান। তার বর্তমান স্ত্রী হচ্ছেন শাওন কিং। শাওনের দুটি সন্তান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়