শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মির্জাগঞ্জ প্রতিনিধি: [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সালাম সিকদার(৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মির্জাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাম সিদকার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মো. আফতাব সিকদারের ছেলে।

[৩] স্থানীয় ও পুুুলিশ সুত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে খালে গোসল করে ঘাটলা দিয়ে উঠার সময়ে পল্লী বিদ্যুতের লাইনে জড়িয়ে থাকা একটি বাঁশ ধরে উঠার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুতের লাইনের পাশে থাকা বিভিন্ন প্রকারের গাছের ডাল না কাটায় এ দুঘর্টনা ঘটেছে।

[৪] মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যাক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৫] পটুয়াখালী পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস বলেন, পল্লী বিদ্যুতের লাইনের পাশে থাকা গাছের ডাল কাটতে গেলে প্রায় সময়ই স্থানীয়দের বাধাঁর সম্মুখীন হয়। তাই ঠিক সময়ে গাছের ডালপালা কাটা সম্ভব হয় না। তবে ঘটনাটি দুঃখজনক। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়