শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্কিং চার্জ বৃদ্ধি, বুড়িমারী স্থলবন্দর বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : [২] বন্দরের পার্কিং চার্জ হঠাৎ দ্বিগুনের প্রতিবাদে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা।

[৩] শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে হঠাৎ করে বন্দরের গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করে তারা।

[৪] বিক্ষোভকারী ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা জানান, দেশের অন্যতম পাটগ্রামে উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পন্য আনলোড-ডাউনলোড করতে বন্দরে পার্কিং চার্জ হিসেবে বন্দর কর্তৃপক্ষ গাড়ি প্রতি টোকেনের মাধ্যমে ১৬০ টাকা করে আদায় করত। কিন্তু সেই অর্থ কোথায় বা কারা ভোগ করতে তা অজানা ব্যবসায়ীদের। বন্দরটি চালু রাখতে এ বন্দরে বেশ কিছু চার্জ মওকুফ থাকলেও স্থানীয় ভাবে ঠিকই আদায় করা হয় বলে ব্যবসায়ীদের অভিযোগ। পার্কিং চার্জটিও অনুরুপ স্থানীয় স্বঘোষিত একটি চার্জ। সেই পার্কিং চার্জ পুর্ব ঘোষনা ছাড়াই শনিবার (২২ আগস্ট) গাড়ি প্রতি ৪’শ টাকা দাবি করে আদায় শুরু করে বন্দর কর্তৃপক্ষ। সকালে বেশ কয়েকটি গাড়ির চার্জ নতুন নিয়মে আদায় করে বন্দর কর্তৃপক্ষ। পরে ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা জোটবদ্ধ হয়ে পুর্বঘোষনা ছাড়াই বাড়ানো অবৈধ পার্কিং চার্জ বন্ধের দাবিতে আমদানি রফতানি বন্ধ করে বন্দরের গেটে বিক্ষোভ প্রদর্শন করেন।

[৫] এ রিপোর্ট লিখা পর্যন্ত বন্দর বন্ধ করে বিক্ষোভ চলছিল। তবে বিক্ষোভ থামাতে চেষ্টা অব্যহত রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

[৬] চার্জ বাড়ানোর বিষয়টি অস্বীকার করে বুড়িমারী স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক শাহীন আলম বলেন, চালকরা পন্য উঠা-নামা করতে বিলম্ব করে। এটা দ্রুত সড়ানো নিয়ে একটু ঝামেলা হয়েছে। যা মিটানোর চেষ্টা করা হচ্ছে। চার্জ বাড়ানো হয়নি।

[৭] বুড়িমারী স্থলবন্দর আমদানি রফতানি কারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, বন্দরে ব্যবসায়ীরা বিক্ষোভ করছে শুনেছি। তবে কি কারনে এ বিক্ষোভ তা জানা নেই। বন্দরে দীর্ঘ দিন ধরে টোকেনের মাধ্যমে আদায় করা ১৬০ টাকা কোথায় যায়? কারা নেন? সেটা তিনি জানেন না বলেও দাবি করেন।সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়