শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি আল-আমিনের মাঝেই বেঁচে থাকতে চাই

কাজী ওয়াজেদ আলী, ফেসবুক থেকে: গাড়ী থেকে নামতেই দৌড়ে এসে সৈনিক কায়দায় স্যালুট করে পকেট থেকে কিছু খুচরা টাকা বের করে সামনে ধরে বললো, নাও। বললাম, কেন? বললো, এই টাকা দিয়ে কিছু কিনে খেও। বারবার না বলাতে সামনে টাকাগুলো ফেলে দিয়েই ভো দৌড়! ডেকে নিয়ে এসে বললাম, টাকাগুলো ওঠাও।

পরিচিত কাউকে দেখলে নিজ পকেট থেকে এভাবে টাকা বের করে দেওয়া ছেলেটির নাম আল-আমিন। সবকিছু গুছিয়ে বলতে না পারা এই ছেলেটির দীর্ঘদিন যাবত বিচরন বৃহত্তর মিরপুরের বিভিন্ন থানার আশপাশ এলাকা। পিতামাতাহীন কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটি নাকি কোন এককালে কুমিল্লার বাসিন্দা ছিল। এক হাত ভাংগা আল-আমিন কবে কিভাবে ঢাকায় এসেছে খুব ভাল বলতে পারে না। এখন থানা এবং থানার আশপাশ এলাকা-ই তার ঘর সংসার।

মৃতদেহের মায়া সে ছাড়তে পারে না। তাই সে প্রায়ই থানার টহল গাড়ীতে জোর পূর্বক উঠে পড়ে। নামিয়ে দিতে চাইলে যেতে চায় না। বাধ্য হয়েই মায়াবি এই ছেলেটির মধুর অত্যাচারের কাছে পরাজিত হতে হয়। মাঝে মাঝে পাওয়া মৃতদেহের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। খুজতে থাকে আপন কাউকে, স্বার্থহীনভাবে কখনো কখনো পাহারা দেয় সারারাত। ডিউটির ঝুকিতে আহত পুলিশ সদস্যদের বিপদে আল-আমিন কাঁদে। আল-আমিন মনে রাখতে পারে অনেককিছু। প্রায় আট বছর পরে দেখা হওয়ার পরও আমার নামটা ভোলেনি। অনেক পুলিশ অফিসারের ফোন নম্বর আছে ওর কাছে। পুলিশই যেন ওর আত্মীয়। বিনা ডাকেই আল-আমিন টাকা নিয়ে হাজির। আল-আমিনের একেবারেই কোন চাহিদা নেই। পেট ভরা থাকলেই ও খুশি। সবচেয়ে মজার বিষয় হলো ও অপরিচিত কারো কাছ থেকে কখনো কিছু নেয় না, এমন কি জোর করলেও না। বরং জোর করলে দৌড়ে পালিয়ে যায়।

আল-আমিনেরও একটা নীতি আছে। পরিচিত কেউ একবার তাকে অবহেলা করলে তার ধারে কাছে যায় না আর কখনো। আল-আমিনের ব্যক্তিত্ব আছে, আছে মিনিমাম সন্মানবোধ। ও জানে সন্মান দিতে। জানে আত্মা থেকে ভালবাসতে। আল-আমিনের মানবিক আচরন আমাকে বিমোহিত করে। ওর মানবিকতা আমাকে আপ্লূত করে। ওর মায়াবী চেহারায় আমি মুগ্ধ হই। মনে হয় আল-আমিন আমার খুউব আপন কেউ।

আল-আমিন আমার দেশের জনগোষ্ঠীরই অংশ। আমার কাছে আল-আমিনের গুরুত্ব মোটেও কম নয়। ওর ভালবাসা আমার কাছে খুবই গুরুত্ব বহন করে। যখন সবাই আমাকে অবহেলা করে, ঢালাওভাবে আমার সমালোচনা করে তখন আমি আল-আমিনে ঢুবে থাকি। তখন শুধু ভাবি আমি মোটেও ফেলে দেওয়ার পাত্র নই, আমার একজন অতি ভালবাসার আল-আমিন আছে। লেখক : ভারপ্রাপ্ত কর্মকর্তা, পল্লবী থানা. ডিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়