শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবারের অভিযোগে মাদকাসক্ত দুই যুবকের জেল

আশুগঞ্জ প্রতিনিধি : [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অসহায় বাবা মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত দুই যুবককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত দুই যুবক হলেন, উপজেলার আড়াইসিধা গ্রামের আল আমিন (২১) ও খড়িয়ালা গ্রামের রুবেল (২৮)। এর মধ্যে আল আমিনকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং রুবেলকে এক বছরের বিনাশ্রম কারদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, দন্ডপ্রাপ্ত দুই যুবক মাদকাসক্ত হয়ে পড়ায় তাদের জ্বালায় দুটি পরিবার অতিষ্ট হয়ে পড়েছিল। পরিবার দুটি কোন অবস্থাতেই তাদের মাদকাসক্ত সন্তানকে সংশোধন করতে পারছিলেন না। ফলে দুটি পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পৃথক অভিযান চালিয়ে আড়াইসিধা গ্রাম থেকে আল আমিনকে পাঁচ পিস ইয়াবাসহ এবং খড়িয়ালা গ্রাম থেকে রুবেলকে একটি মদের বোতলসহ হাতেনাতে আটক করে এ দন্ড প্রদান করা হয়।

[৪] উল্লেখ্য একই দিন বিকেলে ইউএনও মোঃ নাজিমুল হায়দার স্বাস্থ্যবিধির উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাহিরে চলাফেরার অপরাধে সাত জনকে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়