শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবারের অভিযোগে মাদকাসক্ত দুই যুবকের জেল

আশুগঞ্জ প্রতিনিধি : [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অসহায় বাবা মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত দুই যুবককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত দুই যুবক হলেন, উপজেলার আড়াইসিধা গ্রামের আল আমিন (২১) ও খড়িয়ালা গ্রামের রুবেল (২৮)। এর মধ্যে আল আমিনকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং রুবেলকে এক বছরের বিনাশ্রম কারদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, দন্ডপ্রাপ্ত দুই যুবক মাদকাসক্ত হয়ে পড়ায় তাদের জ্বালায় দুটি পরিবার অতিষ্ট হয়ে পড়েছিল। পরিবার দুটি কোন অবস্থাতেই তাদের মাদকাসক্ত সন্তানকে সংশোধন করতে পারছিলেন না। ফলে দুটি পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পৃথক অভিযান চালিয়ে আড়াইসিধা গ্রাম থেকে আল আমিনকে পাঁচ পিস ইয়াবাসহ এবং খড়িয়ালা গ্রাম থেকে রুবেলকে একটি মদের বোতলসহ হাতেনাতে আটক করে এ দন্ড প্রদান করা হয়।

[৪] উল্লেখ্য একই দিন বিকেলে ইউএনও মোঃ নাজিমুল হায়দার স্বাস্থ্যবিধির উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাহিরে চলাফেরার অপরাধে সাত জনকে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়