শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবারের অভিযোগে মাদকাসক্ত দুই যুবকের জেল

আশুগঞ্জ প্রতিনিধি : [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অসহায় বাবা মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত দুই যুবককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত দুই যুবক হলেন, উপজেলার আড়াইসিধা গ্রামের আল আমিন (২১) ও খড়িয়ালা গ্রামের রুবেল (২৮)। এর মধ্যে আল আমিনকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং রুবেলকে এক বছরের বিনাশ্রম কারদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, দন্ডপ্রাপ্ত দুই যুবক মাদকাসক্ত হয়ে পড়ায় তাদের জ্বালায় দুটি পরিবার অতিষ্ট হয়ে পড়েছিল। পরিবার দুটি কোন অবস্থাতেই তাদের মাদকাসক্ত সন্তানকে সংশোধন করতে পারছিলেন না। ফলে দুটি পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পৃথক অভিযান চালিয়ে আড়াইসিধা গ্রাম থেকে আল আমিনকে পাঁচ পিস ইয়াবাসহ এবং খড়িয়ালা গ্রাম থেকে রুবেলকে একটি মদের বোতলসহ হাতেনাতে আটক করে এ দন্ড প্রদান করা হয়।

[৪] উল্লেখ্য একই দিন বিকেলে ইউএনও মোঃ নাজিমুল হায়দার স্বাস্থ্যবিধির উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাহিরে চলাফেরার অপরাধে সাত জনকে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়