শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাব-৭ এর অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ঔষধসহ ভুয়া ডাক্তার আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ঔষধ উদ্ধারসহ ১ জন চোরাকারবারী ও ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৭।

[৩] সোমবার (১০ আগস্ট) রাতে এই অভিযান চালানো হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র এএসপি মোঃ মাহ্মুদুল হাসান মামুন। আটককৃত আসামী হল, রামজীবন সাহা ওরফে আর, জে সাহা জীবন(৫০) রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন খানগঞ্জ গ্রামের মৃত রবীন্দ্রনাথ সাহার ছেলে। বর্তমান ঠিকানাঃ নয়াবাজার মধ্যমরামপুর মোস্তফা পোর্ট সিটি, থানা- হালিশহর, চট্টগ্রাম। র‌্যাব-৭ এর এএসপি রকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকায় মেসার্স সাহা ফার্মেসী দোকানের ভিতর বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ঔষধ বিক্রিয় করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি টহল দল অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে একজনকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর দেখানো মতে উক্ত দোকান তল্লাশি করে ৪,৮৮৩ পিস মেয়াদোত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ১৫৭ টি সিরাপ উদ্ধার করা হয়।

[৩] তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ভারতীয় ঔষধ নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। এছাড়া আসামি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়