বিশ্বজিৎ দত্ত : [২] করোনা পরিস্থিতিতে সরকারের রাজস্ব আয় কমে গেছে। এরজন্য ঋণ করতে হচ্ছে বিভিন্ন দাতা সংস্থার কাছে। ইতোমধ্যে সরকার ১৭ হাজার কোটি টাকা ঋণ করেছে। জাপান এর বাইরে ২ হাজার ৮০০ কোটি টাকার অনুদান দিয়েছে।
[৩] এরআগে জাপান করোনা মোকাবেলায় ১৩ কোটি ডলার ঋণ দিয়েছে। এই অর্থে গ্রামীণ এলাকার শ্ক্ষিা ও আর্থ সামাজিত উন্নয়নে ব্যয় করা হবে। গত ১৬ জুলাই ১০ কোটি ডলার দিয়েছে দেশের হাসপাতালগুলোতে এক্সরে, ভেনটিলেটর, ও অন্যান্য যন্ত্রপাকি কেনার জন্য্