শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসা থেকে আর অফিস করতে পারবেন না সরকারি কর্মকর্তারা

বাশার নূরু ও আনিস তপন  : [২] করোনা মহামারি শুরুর পূর্বে স্বাভাবিক দিনগুলোর মত সরকারি-কর্মকর্তা-কর্মচারিদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

[৩] বৃহস্পতিবার মন্ত্রণালয়গুলোকে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

[৪] এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে, তবে অবশ্যই কর্মকর্তা-কর্মচারিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

[৫] এছাড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি দপ্তরে শতকরা ২৫ ভাগ বা যখন যে কর্মকর্তার প্রয়োজন তাকে উপস্থিত থাকতে হবে এই নির্দেশনা বাতিল করা হয়েছে।

[৬] এছাড়া কর্মকর্তা-কর্মচারিদের জন্য রোস্টার প্রথাও বাতিল করা হয়েছে। তবে বয়স্ক, সন্তান সম্ভাবা অসুস্থ্য কর্মকর্তা-কর্মচারিকে উপস্থিতির বিষয়ে করোনাকালীন নিষেধাজ্ঞা বলবত থাকবে।

[৭] এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে বলা হয়েছে। তাই বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

[৮] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হয়।

[৯] এই নির্দেশনা পাওয়ার পরপরই বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার আদেশ জারি করে বলেছে, সকল কর্মকর্তা-কর্মচারীর রোস্টার সিস্টেমে দায়িত্ব পালন বাতিল করা হলো। অফিসে আসার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা অনুসরণ করতে হবে।

[১০] একই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী কদর বলেন, স্বাভাবিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে সব মন্ত্রণালয়/বিভাগ, সংস্থা, দপ্তর/অধিদপ্তরে অফিসের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। তবে এখনও (সন্ধা ৬টা) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। শুধু মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, তবে এ বিষয়ে গত ৩ আগস্ট করোনা বিস্তার রোধে নিয়ন্ত্রিত চলাচল বিষয়ক মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আদেশে ৫ নম্বর নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়