শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে আ.লীগের অফিস ভাংচুর, আটক ৩

মোঃ সোহাগ, মির্জাগঞ্জ প্রতিনিধি : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে। এঘটনায় থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

[৩] আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত মোজাফর হাওলাদারের দুই ছলে মোঃ মিজানুর হাওলাদার, মো সেলিম হাওলাদার ও মৃত মোসলেম হাওলাদার ছেলে কবির হাওলাদার।

[৪] সোমবার মধ্য রাত ১টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে সাদের মুন্সি বাজারে এ ঘটনা ঘটে।

[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অফিস ঘরটি যে জমিতে নির্মাণ করা হয়েছে সে জমি নিয়ে মিজানুরদের সাথে বিরোধ চলছিলো। মিজানুররা ওই জমিটা নিজেদের বলে দাবি করে জমিটি খালি করে দিতে বলে। এরই জের ধরে গভীর রাতে ২০-২৫ জন সঙ্ঘবদ্ধ হয়ে ঘরটি ভাংচুর করে।

[৬] স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাতেম সিকদার বলেন, ১০ বছর ধরে ওই জমিতে আওয়ামী লীগের অফিস চলছিলো। হঠাৎ মিজানুর ও তাদের ভাইরা জমিটা তাদের বলে দাবী করে এবং সরিয়ে নিতে বলে। কিন্তু প্রকৃত পক্ষে ওই জমির মালিকানার কোনো কাগজ তাদের নেই। অফিস ঘর না সরিয়ে নেওয়াতে গভীর রাতে অফিস ঘরসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি চূর্ণ বিচূর্ণ করে ফেলে তারা। তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করবো।

[৭] মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটককৃতসহ এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়