শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসিংদীর পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: [২] জেলায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। রোববার উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামে ও নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সকাল ১১ টায় বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের বরদা বিলে নৌকা যোগে বেড়াতে যাওয়ার সময় নৌকা ডুবে মৃত্যু হয় জাকির হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের। নিহত জাকির হোসেন (২০) বীরকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে ও বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাঁড়া গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

[৪] অন্যদিকে দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে ব্রহ্মপুত্র নদের শাখা নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় শরিফ খাঁন (২২) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর। নিহত শরিফ খাঁন নারায়নপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামের বুলবুল খাঁনের ছেলে ও ঢাকা নর্দান ইউনির্ভারসিটির শিক্ষার্থী। পানিতে ডুবে নিহত হওয়া দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে নিহতের বাড়ি ও এলাকায় চলছে শোকের মাতম।

[৫] বেলাব থানার ওসি মো.সেফায়েত উল্লাহ পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়