শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট :  টাঙ্গাইলের মির্জাপুরে এক যুবক মাদক কেনার টাকা না পেয়ে নিজের মা ময় সুন্দুরীকে (৫৮) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে এলাকাবাসীর দ্বারা আটককৃত অভিযুক্ত ছেলে মহর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী জানায়, মহর আলী দীর্ঘদিন ধরে নেশা করেন। তার বাবা আবদুল মজিদ কয়েক বছর আগে মারা গেছেন। তাদের অভাবের সংসার। সকালে মহর আলী মায়ের কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি করেন। একপর্যায়ে তিনি মাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই ময় সুন্দুরী মারা যান।

এদিকে ময় সুন্দুরীকে রক্ষায় এগিয়ে আসেন তার ছোট ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার ও প্রতিবেশী চাচা হাকিম মুন্সীর স্ত্রী মোমেনা বেগম। মহর আলী তাদের দুজনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে মহরকে আটক করেন।

চিকিৎসার জন্য মোমেনা বেগমকে গুরুতর অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ও তাসলিমাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ওই যুবক মস্তিষ্ক বিকৃত বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান। সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়