শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট :  টাঙ্গাইলের মির্জাপুরে এক যুবক মাদক কেনার টাকা না পেয়ে নিজের মা ময় সুন্দুরীকে (৫৮) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে এলাকাবাসীর দ্বারা আটককৃত অভিযুক্ত ছেলে মহর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী জানায়, মহর আলী দীর্ঘদিন ধরে নেশা করেন। তার বাবা আবদুল মজিদ কয়েক বছর আগে মারা গেছেন। তাদের অভাবের সংসার। সকালে মহর আলী মায়ের কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি করেন। একপর্যায়ে তিনি মাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই ময় সুন্দুরী মারা যান।

এদিকে ময় সুন্দুরীকে রক্ষায় এগিয়ে আসেন তার ছোট ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার ও প্রতিবেশী চাচা হাকিম মুন্সীর স্ত্রী মোমেনা বেগম। মহর আলী তাদের দুজনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে মহরকে আটক করেন।

চিকিৎসার জন্য মোমেনা বেগমকে গুরুতর অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ও তাসলিমাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ওই যুবক মস্তিষ্ক বিকৃত বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান। সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়