আবদুল করিম: [২] চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
[৩] বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহামুদ। তিনি জানান, সোমবার আটককৃতদের চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।
[৪] আটককৃতরা হলেন, চাঁদপুর মতলব থানার এখলাসপুর এলাকার বাবহল হোসেনের পুত্র সগজন হোসেন (২৩), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাতেন পাড়া এলাকার মৃত আহমদ মোল্যার পুত্র আলিম মোল্যা (৪৭), একই এলাকার লা পাড়া এলাকার মৃত সোনা মোল্যার পুত্র মোহাম্মদ ইউসুফ (৪২) এবং চুনতি ইসলামিয়া পাড়ার সালেহ আহমদের পুত্র জসিম প্রকাশ লেইঙ্গা জসিম (৪৫)।
[৫] থানা সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী